× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাবরের নেতৃত্ব নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন পিসিবিপ্রধান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ এপ্রিল ২০২৩ ১৩:০৯ পিএম

আপডেট : ১১ এপ্রিল ২০২৩ ১৩:২৫ পিএম

বাবরের নেতৃত্ব নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন পিসিবিপ্রধান

কয়েক মাস ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব হারাতে পারেন বাবার আজম। যেকোনো একটি ফরম্যাটের অধিনায়কত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে তাকে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেই দেখা যেতে পারে নতুন অধিনায়ক। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে বাবরের নেতৃত্ব অক্ষুণ্ণ থাকার ব্যাপারে কথা বলেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের আসন্ন সিরিজের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে। যেখানে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দুই দলেই অধিনায়ক করা হয়েছে বাবরকে। ঘরের মাঠের সিরিজটির জন্য বিশ্রামে রাখা মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন আফ্রিদিকেও দলে রাখা হয়েছে। আগামী ১৪ এপ্রিল থেকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড-পাকিস্তান সিরিজ। দুই ফরম্যাটেই পাঁচটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

এদিকে মাঠের বাইরের প্রসঙ্গই পাকিস্তান ক্রিকেটকে বারবার খবরের শিরোনাম বানিয়েছে। রমিজ রাজাকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর বড় ধরনের ওলোটপালটই হয়েছে পাকিস্তান ক্রিকেটে। নাজাম শেঠি দায়িত্ব নিয়ে প্রথম পরিবর্তন এনেছিলেন নির্বাচক কমিটিতে। মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচকের দায়িত্ব দিয়েছিলেন সাবেক অধিনায়ক আফ্রিদিকে।

আরও পড়ুন:

বাবরকে নিয়ে টুইটে শেঠি বলেন, ‘মাস ধরে মিডিয়া এবং ক্রিকেটিং বিশেষজ্ঞরা বাবর আজমকে সব ফরম্যাটে অধিনায়ক হিসেবে ধরে রাখার ব্যাপারে ভালো-মন্দ নিয়ে আলোচনা করছেন। যেহেতু এই সিদ্ধান্তটি চূড়ান্তভাবে চেয়ারম্যানের, তাই আমি শহীদ আফ্রিদি এবং এখন হারুন রশিদের নেতৃত্বাধীন নির্বাচন কমিটির মতামত চেয়েছি। উভয় কমিটিই ভেবেছিল বিষয়টা আলোচনার যোগ্য, কিন্তু পরে উভয়েই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে স্থিতাবস্থা বজায় রাখা উচিত। চূড়ান্ত বিশ্লেষণে আমার সিদ্ধান্ত স্থিতাবস্থার সাফল্য বা ব্যর্থতার সাপেক্ষে হবে। এ  ছাড়া নির্বাচক ও ডিরেক্টর ক্রিকেট ওপস এবং হেড কোচ যা বলবেন তার দ্বারা আমি পরিচালিত হব। আমি আশা করি, তারা আমাকে পরামর্শ দেওয়ার জন্য সেরা অবস্থানে থাকবে। তাই আমাদের বাবরকে সমর্থন করা উচিত এবং জাতীয় দলের স্বার্থে বিষয়গুলোকে বিতর্কিত করা উচিত নয়।’

শেঠির টুইটের পরে আফ্রিদি তার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি পিসিবিকে বাবরকে প্রতিস্থাপন করার পরামর্শ দেননি। আফ্রিদি বলেন, ‘আমি জনাব নাজাম শেঠির সঙ্গে কথা বলেছিলাম। যিনি বাবর আজমের অধিনায়কত্ব সম্পর্কে মন্তব্য করার সময় আমাকে উল্লেখ করছেন। এবং তা নিশ্চিত করার জন্য যথেষ্ট সদয় ছিলেন। এ বিষয়টি এখন ঝেড়ে ফেলাই ভালো। আমি নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবর এবং দলের জন্য শুভকামনা জানায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা