× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাজার ব্যাটে অস্ট্রেলিয়ার প্রতিরোধ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৫:০২ পিএম

খাজার ব্যাটে অস্ট্রেলিয়ার প্রতিরোধ

নাগপুর ও দিল্লিতে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে ভারতের বিপক্ষে ইন্দোর টেস্টটি তাই রূপ নিয়েছে অঘোষিত সিরিজ এবং ট্রফি বাঁচানোর মঞ্চে। স্পিনাতঙ্ক সামলে স্টিভ স্মিথের দল হাঁটছে সঠিক পথেই। ১০৯ রানে রোহিত শর্মাদের থামিয়ে দিয়ে প্রথম ইনিংসে চা বিরতির আগে তুলে নিয়েছে ৭১ রান, হারিয়েছে শুধু ট্রাভিস হেডের উইকেট। 

বর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে নিজের প্রথম ইনিংসে ভারতের স্পিনারদের বিপক্ষে দেয়াল তুলে দিয়েছেন উসমান খাজা ও মার্নাশ লাবুশেন। দুজনে মিলে দ্বিতীয় উইকেট জুটিতে এখনও এনেছেন ৫৯ রান, আছেন অবিচ্ছিন্ন। ৩৩ রানে ব্যাট করছেন খাজা, তাকে সঙ্গ দেয়া লাবুশেনের নামের পাশে ১৬ রান। ভারতের থেকে এখনও অজিরা পেছনে ৩৮ রানে। ভারতের হয়ে এখন পর্যন্ত একমাত্র সফল জাদেজা, হেডকে দলীয় ১২ রানের মাথায় এলবির ফাঁদে ফেলেছিলেন তিনি।

আরও পড়ুন: ভারতে তিন দিনেই টেস্ট হারল অস্ট্রেলিয়া

দিনের শুরুতে টস হেরে বোলিংয়ে কাজটা এগিয়ে দেন অজিদের তিন স্পিনার। সাদা পোশাকে দ্বিতীয় টেস্টে ফাইফার বনেছেন কুনেমান, তাকে সঙ্গ দিয়ে স্পিনবিষ ছড়িয়ে দিয়েছেন নাথান লায়ন ও টড মার্ফি। ভারতের ১০ উইকেটের নয়টি নিয়ে ধসিয়ে দিয়েছেন এই স্পিনত্রয়ী। স্কোরবোর্ডে ৩৩.২ ওভারে রোহিত শর্মার দল জমা করতে পারে ১০৯ রান। 

শঙ্কা ছিল—এমন হতে পারে, হলোও তাই। টস জিতে ব্যাট নিয়ে পিচ নিয়ে চলা কথার লড়াইয়ের প্রমাণ হাতেনাতে পেয়েছে ভারত। লাঞ্চের আগে অজি স্পিনত্রয়ীতে ধুঁকেছে দল, পরে কোনোমতে ছুঁয়েছে দলীয় শতরান।

আরও পড়ুন: দুঃসময় দীর্ঘ হল বুমরাহর

লাঞ্চ বিরতিতে যাবারআগে ভারতের হয়ে সর্বোচ্চ ২২ রান এনে ছিলেন বিরাট কোহলি। কেএল রাহুলের জায়গায় সুযোগ পাওয়া শুভমানের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২১ রান। বাকি টপ ও মিডল ধুঁকেছে স্পিনতোপে। প্রথম ইনিংসে সেই দুই ইনিংস শেষ পর্যন্ত সর্বোচ্চ হয়ে ছিল।

ব্যাটে নেমে রান করতে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা, পূজারা করেছেন এক রান, ব্যর্থ ছিলেন জাদেজা এবং আইয়ার। ইন্দোরের পিচকে ব্যাটিং সহায়ক বলা শ্রিকর ভরত আনেন ১৭ রান। বিপর্যয়ের হাত থেকে রোহিতের দলকে রক্ষা করতে পারেননি আগের ম্যাচে ত্রাতা হওয়া অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন। শেষদিকে উমেশ যাদবের ১৩ বলে ১৭ রানের ইনিংসে দলীয় ১০০ রান পার করে ভারত।

আরও পড়ুন: বাবর কেন সেরা নন, জানালেন আফ্রিদি

মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিন, দুই পেসার মিলে লাঞ্চের আগে করেছেন মাত্র ৭ ওভার, পুরো ইনিংসে বাকি সময়ে তাদের হাতে বল দেননি অধিনায়ক স্টিভ স্মিথ। বাকি ওভারগুলো হাত ঘুরিয়েছেন তিন স্পিনার। সফলও হয়েছেন তারা। লাঞ্চের আগে ১৪ রানে তিনটি উইকেট নেওয়া কুনেমান পরে নিয়েছেন আরও দুটি। সাদা পোশাকে অজিদের হয়ে দ্বিতীয় টেস্ট খেলতে নেমে বনেছেন ফাইফার। ৩৫ রান খরচায় লায়নের দখলে ৩ উইকেট। ২৩ রানের বিনিময়ে মার্ফি ফিরিয়েছেন ভারতের সর্বোচ্চ স্কোরার কোহলিকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা