× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে তিন দিনেই টেস্ট হারল অস্ট্রেলিয়া

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৭ পিএম

ভারতে তিন দিনেই টেস্ট হারল অস্ট্রেলিয়া

স্পিন বিষে নীল অথবা স্পিনে কুপোকাত—উপমহাদেশে খেলতে আসার আগে স্পিন বা স্পিনার নিয়ে যে এত পড়াশোনা, অস্ট্রেলিয়ার পক্ষে সেটি কাজই করল না। নাগপুরে স্পিনে ঘায়েল হয়েছে অজি টপ, মিডল থেকে লোয়ার অর্ডার। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের তৃতীয় দিনেই হেরে গেছে প্যাট কামিন্সের দল। ভারতের কাছে হার বড় ব্যবধানেরই, দ্বিতীয় ইনিংসে ৯০ রানে গুটিয়ে গিয়ে সফরকারীরা দেখেছে ইনিংস ও ১৩২ রানের হার।

তৃতীয় দিনে খেলা দুপুর পর্যন্ত টেনে নিয়েছেন আগের দিন জুটি বাধা রবিন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ভারতকে ৪০০ রানে পৌঁছে দিয়ে দায়িত্ব শেষ করেন অক্ষর। পরে ব্যাটিংয়ে নেমে অজিদের ধ্বস। খেলার মোড় যে এমন ভাবে ঘুরবে কে ভেবেছিল! নাগপুরের টার্নিং ও লো পিচে স্পিনাররা দাপট দেখাবেন, সেটির পুর্বাভাস দিয়েছিল প্রথম দিনের খেলা। ভারতের হয়ে অশ্বিন-জাদেজার তোপে ধ্বসে পরেছিল অজি ব্যাটিং লাইন আপ। পরে অজিদের হয়ে তোপ দেগেছিলেন অভিষেক হওয়া স্পিনার টড মারফি। প্যাট কামিন্সদের দ্বিতীয় ইনিংসও কেপেছে স্পিন জ্বরে। প্রথম ইনিংসে জাদেজার পর এবার ফাইফারের বনে গেছেন অশ্বিন—সিরিজে অস্ট্রেলিয়া পিছিয়ে পড়েছে ০-১ ব্যবধানে।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টের তৃতীয় দিনেই ফল নিজেদের পক্ষে এনেছে ভারত। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৭৭ রান শোধ দিয়ে ৪০০ তোলা ভারত এগিয়ে ছিল ২২২ রানে। ভারতের দুই স্পিনারের তোপে লণ্ডভণ্ড হয়েছে অজিদের দ্বিতীয় ইনিংস। যা একটু লড়ার চেষ্টা করেছেন তিনে নামা স্টিভ স্মিথ। শেষ পর্যন্ত সাবেক টেস্ট অধিনায়ক অপরাজিত থাকলেও অস্ট্রেলিয়া শতরানও পূর্ণ করতে পারেনি।

আরও পড়ুন: জাদেজার ক্রিমকাণ্ডে পেইনের খোঁচা

শনিবার লাঞ্চের পর ভারতের রান শোধ দিতে নেমে শুরুতেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে কোহলিকে ক্যাচ দেন উসমান। অশ্বিনের বলে ফেরার আগে অজি ওপেনার আনেন ৫ রান। এরপর ছোট্ট একটা জুটি। মার্নাশ লাবুশেন আর ডেভিড ওয়ার্নারের সেই জুটিও টিকল ২৬ রান পর্যন্ত। এবার জাদেজা ফেরালেন লাবুশেনকে। ১৭ রান করা লাবুশেনের পর ধ্বসে পড়ল অজি ব্যাটিং স্তম্ভ। টপ, মিডল থেকে লোয়ার—ব্যর্থ সব জায়গা। রান পাননি ম্যাট রেনশো, পিটার হ্যান্ডসকম্ব এনেছেন মোটে ৬ রান। অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্সরাও পারেননি ঘূর্ণি সামলাতে।

পিচের সুবিধা সুদে-আসলে তুলে ফাইফার বনেছেন অশ্বিন। ১২ ওভার হাত ঘুরিয়ে অভিজ্ঞ ভারতীয় তুলেছেন ৫ উইকেট, খরচ করেছেন  ৩৭ রান। বাকি দুটি উইকেট প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া জাদেজার। পেসার হিসেবে দুটি উইকেট তুলেছন মোহাম্মদ শামি। বাকি যে একটি উইকেট সেটিও নিয়েছেন একজন স্পিনার। 

নাগপুরে অস্ট্রেলিয়ার দুই ইনিংসের ২০ উইকেটের ১৬টি নিয়েছেন স্পিনাররা। অস্ট্রেলিয়াও দেখিয়েছিলেন স্পিন ভেলকি, ভারতের ইনিংসের ৮ ব্যাটারকে ফিরিয়েছিল দুই অজি স্পিনার। তৃতীয় দিনে অজিদের দ্বিতীয় ইনিংস ধ্বসাতে জাদেজা-অশ্বিন-অক্ষর মিলে তুলেছেন ৮ উইকেট। নাগপুরের পিচে যেন স্পিনের রাজত্ব!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা