প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩ ১৩:৪১ পিএম
রোনালদোর হেডের গোলে শেষ আট নিশ্চিত করেছে আল-নাসর— টুইটার
সাদিও মানের অভিষেকের ম্যাচে নায়ক বনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল-নাসরকে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে টিকিয়ে রেখে গড়েছেন কীর্তিও। দুদিন আগে সিআর সেভেন বসেছিলেন ‘হেড’ থেকে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে। ডান পায়ের রাজা এবার ছুঁলেন অনন্য মাইলফলক। ডান পা বাদেই তিনি করে ফেলেছেন ৩০০ গোল।
বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিশরের ক্লাব জামালেক স্পোর্টিংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আল-নাসর। নির্ধারিত সময়ের যখন ৪ মিনিট বাকি তখন রোনালদোর হেড জাল খুঁজে নেয়, তাতে শুধু হারই এড়াননি, দলও পেয়েছে কোয়ার্টার ফাইনালের টিকিট।
আরও পড়ুন :
ঘিসলাইন কোনানের ক্রস থেকে হেডে গোল করেন রোনালদো। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে ডান পা ছাড়া ৩০০ গোল করেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। পেশাদার ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৪০ গোলের অধিকাংশই রোনালদো করেন ডান পায়ে। বাকি গোলগুলো এসেছে হেড, বাম পা ও অন্যান্য মিলিয়ে।
কিং ফাহাদ স্টেডিয়ামে রোনালদোর কীর্তির রাতে এদিন আধিপত্য করেই খেলেছে আল-নাসর। ৬৩ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে ৯টি শট নেয় তারা। যার ৩টি ছিল গোলমুখে। কিন্তু প্রথমেই পিছিয়ে পড়ে আল-নাসর। বিরতির আগে একবার জালে বল জড়িয়েও গোল পায়নি মিশরের ক্লাবটি। শেষ পর্যন্ত শঙ্কা জাগে আসর থেকে ছিটকে যাবার। কিন্তু সেখানেই ত্রাতা হয়ে আসেন সিআর সেভেন।