× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ গোলের রোমাঞ্চে মোহামেডানকে ডোবাল ফর্টিস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:০৮ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৯ পিএম

৭ গোলের রোমাঞ্চে মোহামেডানকে ডোবাল ফর্টিস

দ্বিতীয়ার্ধের শুরুতেও ২ গোলে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ৪-৩ গোলে হেরেছে মোহামেডান। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রোমাঞ্চে ঠাসা ম্যাচে মোহামেডানকে ডুবিয়েছে ফর্টিস এফসি। তবে ম্যাচটা মন ভরিয়েছে ফুটবলপ্রেমীদের।

আরও পড়ুন: এক্সট্রা টাইমে বাজিমাত, ফের শীর্ষে আর্সেনাল

আরও পড়ুন: কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেলমেট পরে জরিমানা গুনলেন নাসিম

প্রিমিয়ার লিগে টানা দুই হারের গ্লানি সবশেষ ম্যাচেই ভুলেছিল মোহামেডান। এএফসি উত্তরাকে হারিয়েছিল ৬-০ গোলে। সেই ছন্দটা নিজেদের মাঠে গতকালও ধরে রেখেছিল কোচ শফিকুল ইসলাম মানিকের দল। মিনহাজুল আবেদিনের গোলে এগিয়ে গিয়েছিল ম্যাচের ২১ মিনিটেই। সেই এক গোলে এগিয়েই গিয়েছিল বিরতিতে। দ্বিতীয়ার্ধের শুরুতে ফর্টিসের জালে যখন বল পাঠালেন আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান সুলেমান দিয়াবাতে, তখন মনে হচ্ছিল ফর্টিসেরও বুঝি হতে চলেছে আগের ম্যাচের উত্তরার বড় হারের পরিণতিই।

তবে মাসুদ পারভেজ কায়সারের দল এরপরই লিখে ফেলে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনের গল্প। দ্বিতীয় গোল হজমের ১০ মিনিট পর বোরহান উদ্দিনের গোলে জানান দেয়, ম্যাচটা শেষ হয়ে যায়নি এখনই। মোহামেডানকে সেই গোলের ধাক্কা সামলে উঠতে দেয়নি ফর্টিস, ৬৪ মিনিটে সমতা ফেরায় মজিবুর রহমানের গোলে। 

দুই গোলের লিড হারিয়ে দিশেহারা মোহামেডানের জালে ৭০ মিনিটে আরও একবার বল জড়ায় ফর্টিস। গোলটা আসে আম্রেদিন শারিফির কাছ থেকে। নাটকীয়তার শেষ তখনই হয়নি অবশ্য। দুই গোলের লিড হারিয়ে পিছিয়ে পড়া মোহামেডান গা ঝাড়া দিয়ে ওঠে এরপর, ৭৭ মিনিটে আরিফ হোসেনের গোলে সমতা ফেরায় ম্যাচে। 

তবে সে সমতা টিকল মাত্র ২ মিনিট। দানিলো আগুস্তোর গোল আবারও এগিয়ে দেয় ফর্টিসকে। এর আগে লিড ধরে রাখতে ব্যর্থ হলেও সেই লিডটা শেষমেশ ধরে রাখতে পারে ফর্টিস। মোহামেডানকে হারায় ৪-৩ গোলে।

শেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরে বসা দল মোহামেডান এখন ঘুরপাক খাচ্ছে টেবিলের মাঝে। শীর্ষ দুইয়ের চেয়ে এখন অবনমন অঞ্চলের সঙ্গেই ব্যবধানটা কম তাদের। ৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৯। এদিকে ফর্টিস এই জয় নিয়ে টপকে গেছে মোহামেডানকে। সমান ম্যাচে তাদের পয়েন্ট ১১। 

দিনের অন্য ম্যাচে শেখ রাসেলকে রুখে দিয়েছে রহমতগঞ্জ। জুনিয়র মাপুকুর গোলে ২৯ মিনিটে শেখ রাসেল এগিয়ে গেলেও ৪৪ মিনিটে শখরুখবেক খলমাতভের গোলে সমতা ফেরায় রহমতগঞ্জ। সেই সমতা আর ভাঙতে পারেনি কোনো দলই। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এখন শেখ রাসেল আছে পয়েন্ট টেবিলের চারে। 

অবনমন অঞ্চলে থাকা চট্টগ্রাম আবাহনী গতকাল ২-০ গোলে হারিয়ে দিয়েছে মুক্তিযোদ্ধাকে। দলটির সঙ্গে ৩ পয়েন্টের ব্যবধানও ঘুচিয়ে ফেলেছে তারা। ৯ ম্যাচ শেষে দুই দলের অর্জন ৭ পয়েন্ট করে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা