× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগ-বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে যানজটের শঙ্কা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ০৯:৫১ এএম

আপডেট : ১২ জুলাই ২০২৩ ১২:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফা’ ঘোষণা দেবে দলটি। অপরদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ বুধবার (১২ জুলাই) নিজ নিজ দলের সমাবেশে যোগ দিতে ঢাকার আশপাশের জেলা থেকেও রাজধানীতে আসবেন দুই দলের নেতাকর্মীরা।

মোট ২৩টি শর্তে রাজধানীতে সমাবেশ করতে উভয় দলকেই অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সকাল থেকে উভয় দলের নেতাকর্মীরা সমাবেশ সফল করতে বিভিন্ন প্রবেশপথ দিয়ে রাজধানীতে ব্যানার-ফেস্টুন নিয়ে ঢুকবেন।

জানা গেছে, বিএনপিকে দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয়েছে। আর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দিয়েছে ডিএমপি। দেশের রাজনৈতিক প্রধান দুই দলের সমাবেশ ঘিরে রাজধানীতে উভয় দলের নেতাকর্মী-সমর্থকদের ব্যাপক সমাগম ঘটবে। ফলে সড়কে থাকতে পারে যানবাহনের তীব্র চাপ, দেখা দিতে পারে যানজট।

আরও পড়ুন: বিদেশিদের শক্তি দেখাতে মহড়ায় দুই দল

জানা গেছে, ঢাকার আজকের সমাবেশে বড় জমায়েত ঘটাতে প্রস্তুতি নিয়েছে বিএনপি ও অঙ্গ দলের নেতারা। সরকারবিরোধী আন্দোলনে দলটি আজ ঢাকার সমাবেশে সরকার পতনের এক দফা আন্দোলনের ঘোষণা দেবে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার দলের পক্ষে এই এক দফার ঘোষণা উপস্থাপন করবেন। সমাবেশকে উপলক্ষ করে রাজধানীতে বড় সমাবেশ ঘটিয়ে নিজেদের শক্তির জানান দিতে চায় বিএনপি। এ জন্য গত কয়েকদিন দফায় দফায় মিটিং করেছেন ঢাকা মহানগরীর নেতারা। সমাবেশে রাজধানীবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে টানা কয়েকদিন পাড়া-মহল্লায় মাইকিংও করা হয়েছে।

বিএনপির বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, ঢাকার সমাবেশে লাখো লোকসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজয়নগর, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়, শান্তিনগর মোড়, নয়াপল্টন সড়ক, ফকিরাপুল মোড় ও নটর ডেম কলেজ পর্যন্ত মাইক থাকবে। এর বাইরেও লোকসমাগমের প্রস্তুতি রয়েছে।

অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগও ঢাকায় লাখো মানুষের সমাবেশ ঘটানোর ঘোষণা দিয়েছে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রচার চালানো হয়েছে। দলটির নেতারা জানান, অন্য যেকোনো সময়ের চেয়ে বুধবারের শান্তি সমাবেশ বৃহৎ হবে। বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এই সমাবেশ শুধু গুলিস্তান বা জিরো পয়েন্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। নেতাকর্মীদের জমায়েত একদিকে গুলিস্তান হয়ে নবাবপুর, ঠাঁটারীবাজার, স্টেডিয়াম এলাকা হয়ে দৈনিক বাংলা, মতিঝিল পর্যন্ত বিস্তৃত হবে।

আরও পড়ুন: ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি পুলিশের

অপরদিকে জিরো পয়েন্ট, পল্টন মোড়, সচিবালয়ের সামনের সড়ক দিয়ে হাইকোর্ট মাজার এলাকা পর্যন্ত বিস্তৃত হবে এ জমায়েত। এদিন শান্তি সমাবেশ শুধু জনসভা নয়, জনসমুদ্রে রূপ নেবে-- এমন দাবি করে নগরের দায়িত্বশীল নেতারা বলেন, হাইকোর্ট, পল্টন, শান্তি সামবেশের আশপাশেই নয়; পল্টন মোড়, জীবন বীমা টাওয়ারের সামনে শিল্প ব্যাংকের মোড়, দৈনিক বাংলার মোড় পর্যন্ত থাকবে মাইক।

রাজনৈতিক প্রধান দুই দলের সমাবেশে ব্যাপক নেতাকর্মী ও সমর্থকের জমায়েতের কারণে রাজধানীতে ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ যাত্রীরা। এদিকে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। পুরো সমাবেশ এলাকা ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। পাশাপাশি ড্রোন দিয়ে সমাবেশ এলাকা পর্যবেক্ষণ করা হবে, যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা