× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে ভীতসন্ত্রস্ত বাবররা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ১৬:৫৮ পিএম

ভারতে ভীতসন্ত্রস্ত বাবররা

‘দল হিসেবে খেলছেন না বাবর আজমরা’, ধারে-ভারের বিচারে মঈন খানের অভিযোগটা বেশ বড়সড়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক কোচ কথার পেছনে যুক্তিও টেনেছেন। মঈন খান মনে করেন, বাবর আজমের কারণেই এটা হচ্ছে। ম্যাচে খুব গুরুত্বপূর্ণ সময়েও অধিনায়ককে পরামর্শ দিতে চান না শাহিন-রিজওয়ানরা।

আরও পড়ুন - শট খেলার সামর্থ্যটাই বদলে ফেলেছি

বাবরকে ভয় পাওয়ার বিষয়টি হুমকির উল্লেখ করে মঈন খান বলেছেন, ‘আমি নিজের চোখে দেখেছি। কীভাবে দলের বাকি ক্রিকেটাররা বাবরকে ভয় পায়। রিজওয়ান, শাহিন, শাদাব, কেউ ওর সঙ্গে কথা বলার সাহস করে না। তার ফলে কোনো আলোচনাই হয় না। বাবরকে কেউ পরামর্শও দিতে পারে না। ও নিজের মতো জানিয়ে দেয়। সেটাই বাকিদের মেনে চলতে হয়।’

ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে আরও একটি বোমা ফাটিয়েছেন মঈন খান। তিনি মনে করেন, বাবর আজমরা ভারতের সঙ্গে খেলতেও ভয় পায়। এশিয়া কাপে সুপার ফোরে ২২৮ রানের বড় ব্যবধানে হেরে যাওয়া ম্যাচের প্রসঙ্গ টেনেছেন মঈন, ‘ভারতের বিপক্ষে সেদিন কেউ বাবরকে কিছু বলতেই পারছিল না। ওরা ভাবছিল ওদের পরামর্শ যদি কাজে না লাগে তাহলে হিতে বিপরীত হতে পারে। তাই ওরা আলোচনাই করেনি। কিন্তু আলোচনার দরকার ছিল। যা হওয়ার তা-ই হলো, ভারতের বিপক্ষে পুরো দলটাই দাঁড়াতে পারল না। আসলে ভারতের বিপক্ষে খেলতে গেলেই পাকিস্তানের খেলোয়াড়রা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। ভয় পেয়ে যাওয়া খেলোয়াড়দের পরামর্শও কাজে লাগে না।’

সবশেষে বড় ড্রেসিংরুমের সহাবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন মঈন খান, ‘শতভাগ নিশ্চিত ড্রেসিংরুমেও কিছু ঝামেলা ছিল। আমি জানি, পেশাগত পরিবেশে কিছু ভিন্নতা থাকবে, কিন্তু এটাকে পাশ কাটিয়ে পারফর্ম করে সব মিটিয়ে নিতে হবে। সামনে এগিয়ে চলতে হবে।’

মঈন খানের মতো প্রশ্ন না তুললেও বাবরকে ‘আক্রমণাত্মক’ হওয়ার পরামর্শ দিয়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবরের পাশে আছেন বলে সাহস জুগিয়েছেন, ‘বাবরকে মাঠের ভেতরে ইতিবাচক থাকতে হবে, শারীরিক ভাষায় আক্রমণাত্মক থাকতে হবে। বিশ্বকাপ অনেক বড় টুর্নামেন্ট। প্রায় পুরো দলই ভারতে এই প্রথম খেলতে গেছে। প্রস্তুতি ম্যাচে চাপ থাকে না, কারণ দর্শক নেই। কিন্তু মূল ম্যাচে দর্শক থাকবে। চাপও থাকবে। আমরা সাবেক ক্রিকেটাররা, পাকিস্তানের মানুষের দলের সঙ্গে আছি। সবার এত এত সমর্থন থাকলে অধিনায়কের দায়িত্ব বেড়ে যায়। বাবরকে সাহসী হতে হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা