প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৭ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:৫০ এএম
ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চাইতে ভুল করেননি লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ছবি: সংগৃহীত
মাত্র ২১.৩ ওভারেই শেষ এশিয়া কাপের ফাইনাল। এমন ফাইনালের আশা থাকে না কখনোই। শক্তি-সামর্থ্যের বিচারে যতই ব্যবধান থাকুক না কেন, ফাইনালে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এমনই তো চান দর্শকরা। তবে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ শ্রীলঙ্কা।
তাই তো ম্যাচ শেষে সমর্থকদের কাছে ক্ষমা চাইতে ভুল করেননি লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ম্যাচ হারের জন্য নিজ দলকে দায়ী করেননি। বরং কৃতিত্ব দেন মোহাম্মদ সিরাজকে।
এশিয়া কাপের ফাইনালে ২১ রানে ৬ উইকেট নেওয়া সিরাজই তো ধসিয়ে দেন শ্রীলঙ্কার ব্যাটিং। এমন পারফরম্যান্সে তার প্রশংসায় পঞ্চমুখ সবাই। ব্যতিক্রম নন লঙ্কান অধিনায়ক শানাকা।
বলেন, ‘সিরাজ দারুণ বোলিং করেছে। যেভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে তাকে কৃতিত্ব দিতেই হবে।’ এই উইকেটে ব্যাটারদের অনেক কিছু করার ছিল সেটা মানেন শানাকা, ‘উইকেট ও আবহাওয়া যেমন ছিল, ব্যাটাররা ভালো করতে পারত। কিন্তু এটা খেলার অংশ। কঠিন এক দিন ছিল আমাদের জন্য। অবশ্যই আমরা ভালো করতে পারতাম।’
আরও পড়ুন : ‘ভাগ্যে যতটা, ততটা পাবই’
পুরো টুর্নামেন্টে ভালো খেলার জন্য দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সাদিরা সামারাবিক্রমা ও কুশল মেন্ডিস মাঝের ওভারগুলোতে যেভাবে খেলেছে সেটা অসাধারণ। চারিথ আসালাঙ্কা চাপের মধ্যে ভালো করেছে। এটাই এই টুর্নামেন্টে আমাদের ভালো দিক। পাঁচজন মূল বোলার ছাড়া আমরা ফাইনাল পর্যন্ত এসেছি। এটা আমাদের জন্য ভালো দিক। দুই বছরে আমরা উন্নতি করেছি।’
ঘরের মাঠে সমর্থকদের সেরা খেলা উপহার দিতে না পারার দুঃখ ছুঁয়েছে দাসুন শানাকাকে।
সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদেরকে হতাশ করায় আমি দুঃখিত। ক্রিকেটার হিসেবে আপনাদেরকে আমরা ভালোবাসি। ভবিষ্যতে আশা করি ভালো পারফরম্যান্স দিব।’