প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২১:৪৯ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১১:০৫ এএম
এশিয়া কাপের ফাইনালে মোহাম্মদ সিরাজের ধ্বংসযজ্ঞ দেখে দিল্লি পুলিশ টুইটারে মজা করে বলেছে, ‘গতির জন্য সিরাজের চালান কাটা হবে না।’ তবে লঙ্কানদের সপ্তম শিরোপা জেতার চালান ঠিকই কেটে দিয়েছেন সিরাজ।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথম ফাইফার বনা, শ্রীলঙ্কাকে ৫০ রানে আটকে দেওয়া এবং শিরোপা জেতার পর যেখানে কান পাতলেই সিরাজবন্দনা, সেখানে খোদ সিরাজ ব্যতিক্রম।
২১ রান খরচায় ৬ উইকেট পাওয়াকে ‘ড্রিম’ বললেও উচ্ছ্বাস প্রকাশটা করেছেন সোজাসাপ্টা কথায়, ভাগ্যে যতটা আছে ঠিক ততটা পাব। স্রেফ নিজের কাজটা করেছি।
আরও পড়ুন - এশিয়া কাপের শিরোপা ভারতের
দুর্দান্ত লাইন লেন্থ আর গতির সঙ্গে সুইংয়ের মিশ্রণে সিরাজ হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। তাকে পড়তে পারেননি দাসুন শানাকাও।
ক্যারিয়ারের ৩০তম ওয়ানডেতে এসে স্বপ্নের ফাইফার পাওয়ায় যারপরনাই খুশি সিরাজ, ‘সাধারণত ক্রস সিমে বল করি। শ্রীলঙ্কার বিপক্ষে সিম ধরে বল করছিলাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। বেশিরভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে।’
৭ ওভার, ১ মেডেন ও ৬টি উইকেট- সিরাজের এটা বহুদিনের কষ্টের ফসল। ম্যাচ শেষে অফিসিয়াল ব্রডকাস্টে ফাইনালম্যান বলেছেন, ‘শেষবার তিরুবন্তপুরমে ভালো পারফর্ম করেছিলাম। দ্রুত চার উইকেটও নিয়ে নিয়েছিলাম। কিন্তু পাঁচটি পাইনি। তখন আমি বুঝেছিলাম, সেটাই পাব যা ভাগ্যে থাকবে। যত চেষ্টা করি, এতটুকুও বেশি পাব না। তাই পরিকল্পনায় বিশেষ কিছু ছিল না। স্রেফ লাইন লেন্থ ঠিক রেখেছিলাম এবং আমি উইকেট পেয়েছি।’