× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর বিনিয়োগ নতুন খেলায়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৬ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৯:২৬ পিএম

রোনালদোর বিনিয়োগ নতুন খেলায়

ফুটবলের পাশাপাশি ইদানীং ব্যবসাটাও বেশ মন দিয়ে সামলাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হোটেল ব্যবসা, চুল কাটার সেলুন কিংবা আন্ডারওয়্যার কী নেই তার। ফুটবলের বাইরেও এসব থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উপার্জন করেন তিনি। প্রায় প্রতিবছরই হন শীর্ষ উপার্জনকারী ক্রীড়াবিদদের একজন। প্রশ্ন হলো- তবে রোনালদো ব্যয় করেন কিসে। সেটাই যেন এবার জানান দিলেন রোনালদো। ‘প্যাডেল’ নামে এক অপরিচিত খেলায় নিজ শহর লিসবনে বিনিয়োগ করছেন তিনি।

আরও পড়ুন - সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন সাকিব

পর্তুগিজ প্যাডেল ফেডারেশনের সঙ্গে এ নিয়ে চুক্তি করেছেন রোনালদো। লিসবন শহর থেকে ১০ কিলোমিটার দূরে ওইরাস শহরে ‘সিটি অব প্যাডেল’ তৈরি করবেন তিনি। এ প্রকল্পে রোনালদোর কোম্পানি ‘সিআর৭’ ঢালছে ৫০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৮ কোটি ৯৪ লাখ টাকা)।

প্যাডেল খেলাটির জন্ম মেক্সিকোতে হলেও ইদানীং পর্তুগালেও বেশ জনপ্রিয় হচ্ছে খেলাটি। টেনিসের মতো হওয়ায় বেশ সাড়াও ফেলছে। রোনালদো এই খেলাটির প্রচারে নিজেও প্যাডেল খেলেছেন। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত পর্তুগিজ প্যাডেল ফেডারেশনের সভাপতি রিকার্দো অলিভেইরা, ‘এটা স্বপ্নপূরণ হওয়ার মতো। রোনালদোর চেয়ে ভালো সঙ্গী আমরা আর পেতাম না। সে একজন দুর্দান্ত খেলোয়াড়ের পাশাপাশি অনেক বড় ব্যবসায়ীও। আমরা নিশ্চিত করে বলতে পারি, এই প্যাডেল সিটির সুযোগ-সুবিধার সঙ্গে অন্য কোনো জায়গার তুলনা হবে না। এর মাধ্যমে পর্তুগাল আন্তর্জাতিকভাবে প্যাডেল খেলায় শক্তিতে পরিণত হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা