প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৩ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩ ১৮:২০ পিএম
পাওয়ার প্লের ধাক্কা সামলানোর পর মিরাজকেও হারান সাকিব। এরপর লড়ছিলেন তাওহীদ হৃদয়কে নিয়ে। পঞ্চম উইকেট জুটিতে গড়েছিলেন ১০১ রানের পার্টনারশিপ। তিনি নিজেও ছিলেন সেঞ্চুরির পথে। এরপর হঠাৎ শার্দুল ঠাকুরের বলে সাজঘরে ফেরেন ৮০ রানে। এরপর উইকেটে এসেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান শামীমও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৪ ওভার শেষে ৬ উইকেটে খরচায় ১৬১ রান। উইকেটে ৪০ রানে আছেন হৃদয়।
এদিন শুরু থেকেই দুরন্ত বোলিং করছে ভারতীয় বোলাররা। চেপে ধরেছে বাংলাদেশের ব্যাটারদের। শার্দুল-শামিদের পেস তোপের সামনে যেন দাঁড়াতেই পারছেন না লাল-সবুজের প্রতিনিধিরা। দলকে বিপদে ফেলে সাজঘরের পথ ধরেছেন মেহেদী হাসান মিরাজও। অক্ষর প্যাটেলের বলে ফেরার আগে ১৩ রানের বেশি করতে পারেননি এ তারকা অলরাউন্ডার।
আনুষ্ঠানিকতার এ ম্যাচে টস হেরে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলবেন পেসার তানজিম হাসান সাকিব। ভারত একাদশে আছে পাঁচ পরিবর্তন। অভিষেক ওয়ানডে খেলবেন তিলক ভার্মা। এ ছাড়া ভারত একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি, প্রসিধ কৃষ্ণা ও সূর্যকুমার যাদব।