প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:০০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:৫২ পিএম
বিশ্বকাপের আগে এশিয়ার দলগুলোর জন্য চূড়ান্ত প্রস্তুতি হতে পারত এশিয়া কাপ। সেই প্রস্তুতিটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশ দলের। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এরই মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল। এশিয়া কাপে এমন পারফরম্যান্সের পর দলটিকে নিয়ে অনেকের মতো হতাশ শ্রীলঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরন। তবে এখনও বিশ্বকাপে দলটিকে নিয়ে আশাবাদী তিনি। তার মতে সাকিবের নেতৃত্বে সাফল্য পাবে বাংলাদেশ।
আরও পড়ুন - বৃষ্টির বাগড়ায় বন্ধ পাকিস্তান-শ্রীলঙ্কার খেলা
এশিয়া কাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে মুরালি বলেন, ‘বাংলাদেশের পারফরম্যান্স দেখে অনেক অবাক হয়েছি। বাংলাদেশ খুবই ভালো একটি দল। তারা এখানে নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। আশা করছি তারা এখান থেকে শিক্ষা নেবে। সাকিব অধিনায়ক হিসেবে দারুণ। এজন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। হুটহাট সাফল্য আসার চেয়ে ধারাবাহিকতা থাকাটা গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ দলে তামিম-মাহমুদউল্লাহকেও মিস করছেন মুরালি, ‘তামিম কি অবসরে? নাহলে হয়তো তারা বিশ্বকাপে খেলবে। তাদের দলে অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। বিশ্বকাপের আগে সবকিছু গুছিয়ে নিতে পারলে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে পারলে বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ।’