× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী আহমেদাবাদে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩ ২১:১৫ পিএম

আপডেট : ২৭ আগস্ট ২০২৩ ২৩:৪০ পিএম

বিশ্বকাপের বর্ণিল উদ্বোধনী আহমেদাবাদে

চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ বসতে যাচ্ছে ভারতের মাটিতে। ৫ অক্টোবর মাঠে গড়াবে এ বৈশ্বিক ক্রিকেট আসর। তার আগে ক্রিকেট মহাযজ্ঞের পর্দা উঠবে ৪ অক্টোবর। এদিন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই দিয়েছে এ খবর।

আরও পড়ুন - ‘অসভ্য’ মেসি-নেইমার ক্লাব ছাড়ায় খুশি পিএসজি সমর্থকরা

বর্ণিল অনুষ্ঠানে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর ইতিহাস ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের অধিনায়ক। তাদের নিয়ে হবে বিশেষ একটি পর্ব। অনুষ্ঠানে থাকবেন আইসিসির নির্বাহী সদস্য ও অংশগ্রহণকারী দেশগুলোর বোর্ড কর্মকর্তারা।

দর্শক মাতাতে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বিনোদন জগতের তারকারা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বলিউড স্টারদের নাচে-গানে মেতে উঠবে ক্রিকেট অনুরাগীরা।

বিশ্বকাপ শুরুর আগে ওয়ার্ম-আপ ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল। প্রথম ম্যাচে লাল-সবুজের জার্সিধারীদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ান দলটির বিপক্ষে দেশের ছেলেরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ২৯ সেপ্টেম্বর। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিব-লিটনরা ইংল্যান্ডের বিপক্ষে লড়বেন ২ অক্টোবর। বাংলাদেশের দুটি ম্যাচই হবে আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে। 

ফাইনাল দিয়ে বিশ্বকাপের পর্দা নামবে ১৯ নভেম্বর। শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে আহমেদাবাদের এ মাঠে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা