দাবা বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৮:০৮ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ১৮:৩২ পিএম
ফাইনালে নাম লিখেই পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। ভারতীয় ক্রীড়াঙ্গন, দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে পুরো ভারতবাসী অপেক্ষায় ছিলেন সুখবরের জন্য।
আরও পড়ুন - কাল থেকে ঘরে বসেই মিলবে বিশ্বকাপের টিকিট
প্রজ্ঞানন্দ পুরো বিশ্বে যে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তার আঁচ পড়েছিল বাংলাদেশেও। ১৮ বছর বয়সী এ দাবারুকে নিয়ে কম আলোচনা হয়নি। সবাইকে খুশি করতে চেষ্টায় কোনো ত্রুটি রাখেননি প্রজ্ঞানন্দ।
ফাইনালের দুই ক্ল্যাসিকাল রাউন্ডে সমান তালে লড়াই করে গেছেন প্রজ্ঞানন্দ। টানা দুদিন লড়াই করে দুই রাউন্ডেই করেন ড্র। কিন্তু তৃতীয় দিনে টাইব্রেকার রাউন্ডে আর পেরে উঠলেন না। হেরে গেলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের কাছে।