প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৩ ১৭:৪২ পিএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৩ ২০:২৫ পিএম
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠছে ভারত বিশ্বকাপের। যা সামনে রেখে কাল থেকে শুরু হবে টিকিট বিক্রি। সমর্থকদের মাঠে বসে ম্যাচ দেখার সুযোগ করে দিতে ঘরে বসেই বিশ্বকাপের টিকিট কাটার সুযোগ করে দিয়েছে আইসিসি। অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে ঢুকে কাটা যাবে বিশ্বকাপ ম্যাচের টিকিট। যা পাওয়া যাবে আগামীকাল শুক্রবার ২৫ আগস্ট থেকে থেকে।
১০ দলের এই আসরের অন্যতম দল বাংলাদেশ। যাদের নিয়ে ভক্তদের প্রত্যাশা আকাশচুম্বী। প্রিয় দলকে বিশ্বমঞ্চে সমর্থন দিতে অনেকেই ছুটে যাবেন প্রতিবেশী দেশটিতে। সাকিব-তামিমদের সমর্থন দেবেন মাঠে বসে। তবে সেটি করতে সবার আগে প্রয়োজন বিশ্বকাপের টিকিট সংগ্রহ করা। অবশ্য এর জন্য খুব বেশি জামেলা পোহাতে হবে না টিকিট প্রত্যাশীদের। চাইলে ঘরে বসেই অনলাইনে কাটা যাবে বিশ্বকাপ ম্যাচের টিকিট। যা কেনা যাবে আজ শুক্রবার ২৫ আগস্ট থেকে থেকে।
বিশ্বকাপের টিকিট কাটতে হলে প্রথমে একজনকে আইসিসির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। পরে অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রির প্লাটফর্ম ‘বুকমাইশো’ (BookMyShow) থেকে মাস্টারকার্ডের মাধ্যমে নির্ধারিত পরিমাণ টাকা খরচ করে কেনা যাবে প্রত্যাশিত ম্যাচের টিকিট। তবে সেমিফাইনাল ও ফাইনালের টিকিট পাওয়া যাচ্ছে না আপাতত। আগামী ১৫ সেপ্টেম্বর দেওয়া হবে কোয়ালিফাইয়ার রাউন্ডের টিকিট। যা পেতে ভেন্যুগুলোতে সরাসরি উপস্থিত হতে হবে একজন টিকিট প্রত্যাশীকে।
কবে-কখন শুরু টিকেট বিক্রি
তারিখ সময় ম্যাচ
২৫ আগস্ট রাত ৮টা প্রস্তুতি ও মূলপর্বের সব ম্যাচের টিকেট (ভারতের ম্যাচগুলো ছাড়া)
ভারতের ম্যাচের টিকিট
তারিখ সময় ম্যাচ
৩০ আগস্ট রাত ৮টা গুয়াহাটি ও থিরুভানান্থাপুরামে ভারতের ম্যাচগুলির টিকেট।
৩১ অগাস্ট রাত ৮টা চেন্নাই, দিল্লি ও পুনেতে ভারতের ম্যাচগুলির টিকেট।
১ সেপ্টেম্বর রাত ৮টা ধর্মশালা, লক্ষ্ণৌ ও মুম্বাইয়ে ভারতের ম্যাচগুলির টিকেট।
২ সেপ্টেম্বর রাত ৮টা বেঙ্গালুরু ও কলকাতায় ভারতের ম্যাচগুলির টিকেট।
৩ সেপ্টেম্বর রাত ৮টা আহমেদাবাদে ভারতের ম্যাচের টিকেট।
১৫ সেপ্টেম্বর রাত ৮টা দুই সেমিফাইনাল ও ফাইনালের টিকেট।