× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিকল্পদের প্রস্তুত থাকতে বলেছেন হাথুরুসিংহে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩ ২২:৫৬ পিএম

বিকল্পদের প্রস্তুত থাকতে বলেছেন হাথুরুসিংহে

এশিয়া কাপের মূল দলে জায়গা হয়নি সাইফ হাসানের। তবে আছেন স্ট্যান্ডবাই তালিকায়। এতেই স্পষ্ট বিবেচনা করা হচ্ছে তাকে। শুধু এশিয়া কাপ নয় বিশ্বকাপের ভাবনাতেও আছেন এই ক্রিকেটার। তার মতো বিকল্প ভাবনায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, খালেদ আহমেদরাও। রবিবার থেকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তাদের নিয়ে চলছে বিশেষ অনুশীলন। চোট থেকে ফেরা তামিম ইকবালের ফেরার লড়াইটাও হচ্ছে সাইফদের সঙ্গে।

আরও পড়ুন : এই দলকে বদলে দিয়েছেন পেসাররা

বিশেষ এই অনুশীলন নিয়ে গতকাল সংবাদমাধ্যমে কথা বলেন সাইফ, ‘আমার মনে হয় এটা ব্যাকআপ প্ল্যান। আমরা স্ট্যান্ডবাই যারা আছি এবং যারা বিশ্বকাপের পরিকল্পনায় আছে, তাদের জন্য আলাদা অনুশীলন। যেন পরবর্তী সময়ে সুযোগ পেলে সবাই প্রস্তুত থাকে।’ তাদের প্রতি কোচের বার্তা কী ছিল সেটাও পরিষ্কার করেন, ‘আমার মনে হয়, অনুশীলনে ইন্টেন্সিটিতে (তীব্রতা) যেন জাতীয় দলের সঙ্গে মিল থাকে (সেই বার্তা দেওয়া)। আর যার যার যে ঘাটতি আছে, সেগুলো উন্নতি করা।’

সম্প্রতি ইমার্জিং এশিয়া কাপ খেলে আসায় শ্রীলঙ্কার কন্ডিশন সম্পর্কে ভালো জানা আছে তার। সেটা নিয়ে তিনি বলেন, ‘ওখানে কন্ডিশন কিছুটা আমাদের দেশের মতো। আমরা শেষবার যখন খেললাম, উইকেট কিছুটা টার্নিং ছিল। সাধারণত ব্যাটিংবান্ধব থাকে। যদি আমরা দ্রুত মানিয়ে নিতে পারি, ভালো কিছু হবে।’ শ্রীলঙ্কার কন্ডিশন নিয়ে আরও বলেন, ‘যেসব ম্যাচ খেলেছি, সেমিফাইনাল বাদে সব ম্যাচে ৩০০+ স্কোর হয়েছে। যেহেতু বড় একটা ইভেন্ট আসছে, এরকমই হবে, ৩০০+ রানের উইকেট। আমার মনে হয়, ওভাবেই প্রস্তুত হওয়া উচিত। ৩০০+ রান তাড়ার সামর্থ্য থাকা উচিত আমাদের।’

বিকল্প বিবেচনায় থাকা সাইফ হাসানকে অধিনায়ক করা হতে পারে এশিয়ান গেমসে। সেটি নিয়ে এখনও কিছু জানেন বলে জানান সাইফ, ‘এখনও কোনো মেসেজ পাইনি ওটার (এশিয়ান গেমসের)। তবে যদি সুযোগ পাই, অবশ্যই ভালো করার চেষ্টা করব। অধিনায়কত্ব নিয়ে এখনও কোনো তথ্য আমি পাইনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা