প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১৮:২১ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ২১:৪২ পিএম
অবসরের পর কোন পেশাকে বেছে নেবেন উসমান খাজা? অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার নিজেই জানিয়েছেন, ধারাভাষ্যে আসবেন। ক্রিকেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবেন। ব্যাট-বলের খেলাকে বিদায় না জানালেও তার আগেই খাজা পেয়ে যাবেন ধারাভাষ্যকার তকমা। ওয়ানডে বিশ্বকাপে তিনি বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
খাজাকে কথা বলতে হবে অস্ট্রেলিয়ার ক্রীড়াভিত্তিক চ্যানেল ফক্স স্পোর্টসে। ভারতের বিশ্বকাপে প্রতি ম্যাচের আগে চ্যানেলটিতে এক ঘণ্টার প্রিভিউ শো থাকবে। দলগুলো নিয়ে বিশ্লেষণ হবে, করা হবে ভবিষদ্ব্যনীও। ক্রিকেটকে বিদায় জানানোর পরও ধারাভাষ্যে থাকবেন খাজা।
আরও পড়ুন: স্পেনকে বিশ্বকাপ জিতিয়ে শুনলেন বাবার মৃত্যুর খবর
সোমবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এক স্পোর্টস মিডিয়া ইভেন্টে অজিদের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল এবং কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে সঙ্গে নিয়ে এ ঘোষণা দেন খাজা।
নতুন পরিচয়ে নিজেকে হাজির করতে চলা খাজা বলেছেন, ‘ক্রিকেট ভালোবাসি। খেলা বিশ্লেষণ করতেও। অবসরের পর সবসময় খেলাটির একটি অংশ থাকতে চেয়েছি। ধারাভাষ্য করতে পারলে সেটি দারুণ হবে।’