প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩ ১১:১৯ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১১:৪২ এএম
এমনটি হয়তো দুঃস্বপ্নেও আশা করেননি ওলগা কারমোনা। জীবনের সবচেয়ে প্রিয় মুহূর্তটিতেই সবচেয়ে বেশি কষ্ট পেতে হবে তাকে। বিশ্বকাপ জয়ের আনন্দ ম্লান হয়ে যাবে বাবার মৃত্যুর শোকে। নয়তো স্পেনকে প্রথম শিরোপা এনে দেওয়ার পর উৎসবের মধ্যমণি হওয়ার কথা ছিল তার। সেই তিনি কেনই বা ম্যাচ শেষে শুনবেন বাবার মৃত্যুর খবর। নিয়তি বরই নিষ্ঠুর ও নির্মম।
গতকাল স্পেন নারী দলকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছেন কারমোনা। তার করা একমাত্র গোলেই শিরোপা জিতেছে স্পেন। দলটির অধিনায়কও তিনি। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন। ম্যাচের একমাত্র গোলটি করে উদযাপনে জার্সি উঁচিয়ে ভেতরের টি-শার্টে ‘মার্চি’ নামে একজনের নাম দেখান কারমোনা। ফাইনালের পর তিনি জানান, সম্প্রতি তার এক বন্ধুর মা মারা গেছেন। সেই বন্ধুকে বিশ্বকাপ ফাইনালের গোলটি ‘ট্রিবিউট’ দিয়েছেন। অথচ এর কিছুক্ষণ পর জানলেন নিজের বাবার মৃত্যুর খরব।
ট্রফি নিয়ে উদযাপন শেষে বাবার মৃত্যুসংবাদটি শুনতে পান কারমোনা। তাকে জানানো হয়, স্পেনে থাকা তার বাবা মারা গেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরএফইএফের বিবৃতিতে শোক প্রকাশ করে বলা হয়, ‘বিশ্বকাপ ফাইনালের পর কারমোনা দুঃখের সংবাদটি শোনেন। আমরা ওলগা ও তার পরিবারের এই বেদনাদায়ক সময়ে গভীর সমবেদনা প্রকাশ করছি। ওলগা, আমরা তোমায় ভালোবাসি। তুমিই স্প্যানিশ ফুটবলের ইতিহাস।’
বাবাকে বিশ্বকাপের মতো ‘তারা’ উল্লেখ করে কারমোনা লেখেন, ‘খেলা শুরু হওয়ার আগেই আমার একটা তারা ছিল। আমি জানি, তুমি আমাকে অনন্য কিছু অর্জন করার শক্তি দিয়েছ। আমি জানি, আজ রাতে তুমি আমাকে দেখে গর্বিত হচ্ছ। শান্তিতে ঘুমাও, বাবা।’