× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিব ফিরলে হবে অধিনায়কত্বের আলোচনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ২২:৩৮ পিএম

আপডেট : ২১ আগস্ট ২০২৩ ১৭:৪৪ পিএম

সাকিব ফিরলে হবে অধিনায়কত্বের আলোচনা

ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তামিম ইকবাল। তার জায়গায় অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের কাঁধে দায়িত্ব তুলে দিয়েছে বিসিবি। এখন বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব। তবে সাকিব কি তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করবেন? নাকি কোনো ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়ে দেবেন? এই প্রশ্নের উত্তর মিলবে সাকিব-বিসিবি বৈঠকের পর।

আরও পড়ুন : সৌদি আরব গড়ে তুলছে ফুটবলের আস্ত এক শহর

লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য আজ পর্যন্ত ছুটিতে আছেন সাকিব আল হাসান। আসর শেষ করে সাকিব দুবাই গেছেন জুয়েলারির দোকান উদ্বোধন করতে। দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফেরার কথা রয়েছে সাকিবের। দেশে ফিরলে বিসিবির সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হবে সাকিবের অধিনায়কত্ব নিয়ে।

আজ বিষয়টি গণমাধ্যমকে জানান বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘আজকে পর্যন্ত ওর ছুটি আছে। আশা করি কালকে পরশুর মধ্যে ও চলে আসবে। তারপর সে দলের সঙ্গে কথা বলবে।’

এদিকে ফিট হয়ে মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন তামিম ইকবাল। তাকে মাঠে ফেরার জন্য যথেষ্ট সমর্থন দেওয়া হচ্ছে বলেও জানান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আমরা সবাই চাই তামিম আবার আগের মতো ফিরুক। হ্যাঁ, সে বড় একটা ইনজুরি থেকে কাটিয়ে উঠছে। সবারই কিন্তু একই কামনা। সবাই কিন্তু তাকে সাপোর্ট দিচ্ছে, শুধু ক্রিক অপসই না। আমাদের মাননীয় প্রেসিডেন্ট, উনি ফোন করছেন। ফিজিওদের সঙ্গে কথা বলছেন, হেড কোচের সঙ্গে কথা বলছেন। তার সব সময় খবর নিচ্ছেন।’

পাশাপাশি বিকল্প ক্রিকেটারদের নিয়ে অনুশীলনের ব্যাপারে জালাল ইউনুসের ভাষ্য, ‘৯ জন ক্রিকেটারের নাম আমি জেনেছি। এবং এই ৯ জন ক্রিকেটার একসঙ্গে অনুশীলন করবে। কোচরাও থাকবে। এটাই কথা আছে আরকি।'

তিনি আরও যোগ করেন, ‘যারা বাইরে আছে, আমাদের বিশ্বকাপ স্কোয়াড যেহেতু এখনও ঘোষণা করা হয়নি এবং এরা একসঙ্গে অনুশীলন করছে।’ অর্থাৎ বিশ্বকাপকে বিবেচনায় রেখে হচ্ছে ‘বিকল্প’ ক্রিকেটারদের এই অনুশীলন ক্যাম্প।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা