প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১২:৩২ পিএম
খারাপ সময় কাটিয়ে উঠতে তাসকিন আহমেদ শরণাপন্ন হন মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের। একই পথ ধরেছিলেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান। তাদের দেখানো পথে এবার হাঁটলেন এশিয়া কাপের দলে সুযোগ পাওয়া ওপেনার নাঈম শেখ।
আরও পড়ুন : পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হায়দ্রাবাদের, সূচি পরিবর্তনের দাবি
শুক্রবার ফেসবুকে ৩৯ সেকেন্ডের একটি ভিডিও দেন নাঈম। সেখানে দেখা যায়, কয়লায় জ্বালানো আগুনের ওপর দিয়ে হাঁটছেন তিনি। সেই কাজে তাকে সহায়তা করছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হান।
ফেসবুকে দেওয়া ওই ভিডিওর ক্যাপশনে নাঈম লেখেন, ‘ইন্সপায়ারড বাই তাসকিন আহমেদ-নুরুল হাসান সোহান।’ এ ছাড়া মাইন্ড ট্রেনার সাবিত রায়হানকেও ধন্যবাদ জানান।
তাসকিন-সোহানের মতো অবশ্য জাতীয় দল থেকে বাদ পড়ে মাইন্ড ট্রেনারের শরণাপন্ন হননি নাঈম। এশিয়া কাপের প্রস্তুতির মাঝে দুই দিন বিরতি পেয়ে মাইন্ড ট্রেনারের সঙ্গে কাজ করেন। নিজ জেলা ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে খালি পায়ে আগুনের ওপর দিয়ে হাঁটতে দেখা যায় তাকে।
তাসকিন-সোহান-নাঈমের পাশাপাশি এই মাইন্ড ট্রেনারের শরণাপন্ন হয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানরা। মূলত সিনিয়র ক্রিকেটারদের দেখে অনুপ্রাণিত হয়েই নাঈম শরণাপন্ন হয়েছেন সাবিতের।