× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হায়দ্রাবাদের, সূচি পরিবর্তনের দাবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৩ ১২:১৩ পিএম

আপডেট : ২০ আগস্ট ২০২৩ ১২:১৫ পিএম

পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ হায়দ্রাবাদের, সূচি পরিবর্তনের দাবি

কদিন আগেই নিরাপত্তাজনিত কারণে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে বদল এনেছে আইসিসি। যার ফলে বদলে গেছে ওই ম্যাচসহ বিশ্বকাপের নয়টি ম্যাচের সূচি। এরপরও যেন পাকিস্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কমছে না ভারতের। এবার পাকিস্তানের ম্যাচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচসিএ)। আগামী ১০ অক্টোবর হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলঙ্কার হাই-ভোল্টেজ ম্যাচের সূচিতে পরিবর্তন আনার দাবি তাদের।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন অনুসারে, হায়দ্রাবাদ পুলিশ ভেন্যুটিতে টানা চার ম্যাচ আয়োজনে নিরাপত্তা চ্যালেঞ্জ অনুভব করছে। বিশেষ করে পাকিস্তানের ম্যাচে। কেননা, পাকিস্তানের ম্যাচের আগের দিন একই ভেন্যুতে নেদারল্যান্ডস-নিউজিল্যান্ড ম্যাচ রয়েছে। ফলে পরদিন পাকিস্তানের ম্যাচ হওয়ায় দলটিকে তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান। তাছাড়া একটি ম্যাচের জন্য প্রায় ৩ হাজার পুলিশ কর্মী মোতায়েন করতে হয়। দলটি যদি পাকিস্তান হয়, তখন হোটেলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়।

এই অবস্থায় এইচসিএর দাবি, পাকিস্তানের ম্যাচের সূচিতে বদল আনা। কেননা, কদিন আগে যখন বিশ্বকাপের সূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছিল তখনও বিসিসিআইয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি। কাজেই আগামী ২৫ আগস্ট বিশ্বকাপের টিকিট বিক্রি শুরুর করার পূর্বেই যেন ম্যাচের সূচিতে বদল আনা হয়। কেননা, এরপর সূচিতে পরিবর্তন আনা হলে ঝামেলা আরও বাড়বে। এই অবস্থায় বিসিসিআই কি ব্যবস্থা গ্রহণ করে এখন সেটির টিকেই নজর সবার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা