× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৫ রুমের বাড়ি, আটটি গাড়ি, প্রাইভেট জেটও চান নেইমার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩ ২১:১৮ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৩ ২১:২৭ পিএম

২৫ রুমের বাড়ি, আটটি গাড়ি, প্রাইভেট জেটও চান নেইমার

ইউরোপ ছেড়ে সৌদি আরবে গেলেন কেন নেইমার? প্রশ্নটা উঠতেই পারে। ক্লাব পিএসজি তার সঙ্গে সম্পর্কটা আর রাখতে চাইছিল না। এ কারণে বাধ্য হয়েই নতুন ঠিকানা খুঁজে নিয়েছেন নেইমার। তার ওপর ইউরোপে ভালো অফার ছিল না নেইমারের জন্য। শেষমেশ আল-হিলালকেই বেছে নিতে হয়েছে ব্রাজিলিয়ান এ সুপারস্টারকে।

আরও পড়ুন - নেইমারের পর বোনোও আল হিলালে

তারপরও যদি কোনো প্রশ্ন থাকে, কেন মধ্যপ্রাচ্যকে বেছে নিলেন নেইমার? তাহলে সুযোগ-সুবিধার দিকে তাকালেই উত্তরটা পরিষ্কার হয়ে যাবে। রীতিমতো রাজকীয় জীবনযাপন করতে পারবেন। যেটা ইউরোপে তার জন্য সম্ভব ছিল না। বিশাল বাড়ি, বিলাসবহুল গাড়ি এমনকি প্রাইভেট জেটও পাবেন নেইমার। তার পরিবারের যাতায়াতের যাবতীয় ব্যবস্থাও করবে আল-হিলাল।

আল-হিলালে নেইমার বেতন পাবেন বছরে ১০ কোটি ইউরো। যদিও সেটা আল-নাসরের ক্রিশ্চিয়ানো রোনালদো ও আল-ইত্তিহাদের করিম বেনজেমার বেতনের চেয়ে কম। কম বেতন কেন মানলেন নেইমার? সেটারও কারণ আছে। দৈনন্দিন কাজের জন্য সহকারী থাকবে তার জন্য। ছুটি কাটাতে গেলে পাবেন খরচ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান নেইমারের চাহিদার তালিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। তা থেকেই জানা গেছে, থাকার জন্য ২৫ কক্ষের বাড়ি চেয়েছেন সাবেক এ বার্সার তারকা। সেখানে থাকবে ৪০ গুণিতক ১০ মিটারের সুইমিং পুল। সঙ্গে থাকবে তিনটি সনা। বিয়ে না করেও সেখানেই থাকবেন বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি, বন্ধু-বান্ধব আর পরিবার-পরিজন নিয়ে।

২৪ ঘণ্টা পাঁচজন সহকারী চান নেইমার। ব্রাজিল থেকে নেওয়া ব্যক্তিগত পাচকের জন্য থাকবে একজন সহকারী। ঘর পরিষ্কার রাখতে ক্লিনিং অপারেটর থাকবে দুজন। ফ্রিজে নেইমারের জন্য থাকবে আকাই জুস আর অতিথিদের জন্য থাকবে দক্ষিণ আমেরিকান খাবার গুয়ারানা।

নেইমারের জন্য আল-হিলাল প্রস্তুত রাখছে তিনটি স্পোর্টস কার। যেগুলোর প্রতিটির দাম পাঁচ লাখ ইউরোর বেশি। এতেও মন ভরবে না। তার চাই আরও চারটি গাড়ি। নেইমার ও তার সঙ্গীদের জন্য ২৪ ঘণ্টা ও ৩৬৫ দিন থাকবে একজন চালক। রাখতে হবে সব মিলিয়ে আটটি গাড়ি।

বেড়ানোর খরচও দেবে আল-হিলাল। হোটেল-রেস্তোরাঁয় যা খাবেন বা যে সেবা গ্রহণ করবেন, তার খরচ বহন করবে তার ক্লাব। নেইমার ও তার পরিবারের জন্য থাকবে একটি বিমান। ইনস্টাগ্রামে সৌদি আরবের পর্যটন নিয়ে পোস্ট দিলেই আল-হিলাল নেইমারকে প্রতিটি পোস্টের জন্য দেবে বাড়তি পাঁচ লাখ ইউরো।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা