× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতালির কোচ হচ্ছেন স্পাল্লেত্তি, ঘোষণা আগামীকাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩ ১৭:৫৮ পিএম

আপডেট : ১৫ আগস্ট ২০২৩ ১৭:৫৯ পিএম

ইতালির কোচ হচ্ছেন স্পাল্লেত্তি, ঘোষণা আগামীকাল

রবার্তো মানচিনির চুক্তি ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু হুট করেই পদত্যাগ করেছেন ২০২০ ইউরো চ্যাম্পিয়ন কোচ। আরেকটি ইউরো বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগেই তার শূন্যস্থান পূরণ করতে চাইছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। আজ্জুরিদের নতুন বস কে হচ্ছেন, সেই আলোচনায় এসেছে লুসিয়ানো স্পাল্লেত্তির।

৩৩ বছর পর নাপোলিকে সিরি আ শিরোপা জেতানো লুসিয়ানো এখন আপাতত কোনো কোচিংয়ে ‍যুক্ত নেই। নেপলসবাসীকে শিরোপার আনন্দে ভাসিয়ে হঠাৎ করেই চাকরি ছেড়েছিলেন এই ৬৩ বর্ষী কোচ। তাকে পেতে মুখিয়ে আছে ইতালি। গোলডটকম জানিয়েছে, মানচিনির বদলি হিসেবে খুব দ্রুতই আজ্জুরিদের দায়িত্ব নেবেন লুসিয়ানো। আগামীকালের মাঝে চুড়ান্ত সিদ্ধান্তও জানা যাবে।

২০১৮ সালে ইতালির দায়িত্ব নিয়েছিলেন মানচিনি। চড়াই-উতরায় পার করেছেন আজ্জুরিদের ডেরায়। ম্যানচেস্টার সিটির সাবেক সফল কোচের অধীনে ২০২১ সালে ইউরো জেতে ইতালি। ২০২২ সালে বিশ্বকাপের বাছাই পর্ব উতরে মূল পর্বে খেলতে পারেনি ইউরোপের অন্যতম সফল দলটি। পাঁচ বছরের রাজত্বে মানচিনি মোট ৩৭ ম্যাচ জিতেছেন, ড্র ১৫টিতে এবং হার ৯ ম্যাচে। 

আরও পড়ুন: 

তার সময়ে বিশ্ব র‌্যাংকিংয়ে ইতালির অষ্টম অবস্থানে উঠে আসে। মুদ্রার এপিঠ-ওপিঠ দেখা মানচিনি অবশ্য ভালো স্মৃতিকেই বেশি মনে করবেন বলে জানিয়েছেন, ‘গত পাঁচ বছরে খেলোয়াড়, সমর্থক যারা আমাকে সঙ্গ দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আমি সব সময় দুর্দান্তভাবে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের স্মৃতি আগলে রাখব। এটা আমাকে সম্মানিত করেছে।’

মানচিনির পদত্যাগের বিষয় নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। ফেডারেশন জানায়, কয়েক দিনের মধ্যেই নতুন কোচ নিয়োগ দেওয়া হবে। সেই পথেই একধাপ এগিয়েছে ইতালি, আলোচনা চলছে লুসিয়ানোকে দায়িত্ব দেওয়া নিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা