× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীর দৃষ্টিতে মাহমুদউল্লাহ অবহেলার শিকার, সুযোগ বঞ্চিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৩ ২৩:২২ পিএম

আপডেট : ১২ আগস্ট ২০২৩ ২৩:৩২ পিএম

স্ত্রীর দৃষ্টিতে মাহমুদউল্লাহ অবহেলার শিকার, সুযোগ বঞ্চিত

এশিয়া কাপের দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তারকা এ অলরাউন্ডারকে ছাড়াই এশিয়ান ক্রিকেটের মর্যাদাকর এ টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। ব্যাপারটা ঠিক মানতে পারছেন না মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাউসার মিষ্টি। স্বামীকে দলের বাইরে রাখার বিসিবির সিদ্ধান্তের বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন মিষ্টি। 

আরও পড়ুন : রিয়াদের বাদ পড়াকে ‘অবিচার’ বলছেন মুশফিকের স্ত্রী

সহধর্মিণী মিষ্টির দৃষ্টিতে, রিয়াদ হয়েছেন সুযোগ বঞ্চিত। যোগ্যতা, সার্মথ্য আর ফিটনেস থাকলেও তাকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। তাই তো রাগে ক্ষোভে বিসিবিকে এক হাত নিলেন মাহমুদউল্লাহর পত্নী। 

মিষ্টি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তার স্বামীর দল থেকে ছিটকে যাওয়ার কারণটাই জানেন না, 'বিশ্বকাপে (বাংলাদেশের হয়ে) প্রথম সেঞ্চুরিয়ান এর স্ত্রী হিসেবে আমি জান্নাতুল কাওসার গর্ববোধ করি এবং আজীবন করবো যাকে কোটি কোটি মানুষ ভদ্রলোক, সৎ, ভালো মানুষ হিসেবে জানে। আলহামদুলিল্লাহ্। তাকে দলের প্রয়োজনে যখন যেখানে খুশি খেলতে নামানো হতো তাও সে কখনো কোনোদিন কিছু বলেননি। তার স্বাচ্ছন্দ্যের পজিশন আসলে কোনটা। সেই সেক্রিফাইসগুলো না করলে আজকে তার রানের সংখ্যা আরও অনেক বেশি হতো! সে সর্বদাই অপ্রতিবাদী ছিলেন। নিজের যোগ্যতায় সবসময় দলে জায়গা পেয়ে আসছেন। আমি এখনো গর্ববোধ করছি কারণ আমার স্বামী খারাপ খেলে দল থেকে বাদ পরেনি! ভালো করে পরিসংখান অনুসন্ধান করলে দেখবেন! প্রাথমিক দলে থেকে কঠোর অনুশীলন করে চেষ্টা করেছেন এবং ফিটনেস টেস্টেও ফেল করেনি। আলহামদুলিল্লাহ। তাই যথাযথ কারণ বিশ্লেষণ করে তাকে বাদ দিলে উপকৃত হতাম।' 

'অপ্রতিবাদী' রিয়াদের প্রতিবাদী স্ত্রী মিষ্টির প্রত্যাশা, তার পতির মতো আর কাউকে যেন অবহেলার স্বীকার হয়ে দল থেকে বাদ পড়তে না হয়, 'আমি দোয়া করি মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ আর কোনো ক্রিকেটার যেন অবহেলার স্বীকার না হয়, সুযোগ বঞ্চিত না হয়, সাইলেন্ট হিরো না হয়! আগামী প্রজন্মের ক্রিকেটারদের জন‍্য "বিশ্রামের"ট্রেন্ড বন্ধ হোক যাতে তাদের অবসরের অধিকার কেড়ে নেওয়া না হয়।'

তার আগে ফেসবুকে পোস্ট দিয়ে মাহমুদউল্লাহর বাদ দেওয়ার প্রতিবাদ জানান মুশফিকুর রহিমের স্ত্রী। বিষয়টিতে ‘অন্যায় বা অবিচার’ দেখছেন মুশফিক পত্নী জান্নাতুল কিফায়েত মণ্ডি। সম্পর্কে যিনি রিয়াদের শ্যালিকা।

আজ সকালে এশিয়া কাপের দল ঘোষণার পরপরই মুশফিকুরের স্ত্রী তার ফেসবুকে পোস্ট করেন, Injustice is the new trend অর্থাৎ, অন্যায় এখন নতুন ট্রেন্ড। সেখানে জুড়ে দিয়েছেন ‘ঘৃণ্য কিছুর’ প্রতিক্রিয়া বোঝাতে ব্যবহৃত ইমোজি। পোস্টটিতে কিছু সরাসরি উদ্দেশ্য করা না হলেও এটা যে মাহমুদউল্লাহর বাদ পড়া ইস্যুতে ক্ষোভ, তা বুঝে গেছেন নেটিজেনরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা