× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেসির চিন্তা ‘সেরা’ হওয়ায়, বলেছেন মাসো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ১৫:৩৫ পিএম

মেসির চিন্তা ‘সেরা’ হওয়ায়, বলেছেন মাসো

যুক্তরাষ্ট্রে চলছে মেসি-ম্যানিয়া, ফ্লোরিডায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শনিবার ক্রুজ আজুলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিয়ামি। ওইদিন স্টেডিয়াম সেজেছিল নতুন উদ্দামে, ছিল কানায় কানায় পূর্ণ। দর্শক-সমর্থকদের আস্থার জয় এনেও দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার সেখানে যাওয়ার গুঞ্জন থেকে অনুশীলন হয়ে ম্যাচ—সবকিছুতে পাখির চোখ ফুটবলপ্রেমীদের।

তবে মেসি কতটা রাখতে পারবেন সেই আস্থা, এমন একটা প্রশ্ন ছিল। বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অভিষেক ম্যাচে গোল করে সেই কথা ঘুচিয়ে দিয়েছেন। মেসির এমন সাফল্যের পেছনে রহস্য কি? মিয়ামির ফরোয়ার্ডের সেই গোপন ফর্মুলা জানিয়েছেন রেমন মাসো। মেসির সাবেক সতীর্থের মতে, ম্যাচের চেয়ে অনুশীলনে বেশি সিরিয়াস থাকেন মেসি।

আরও পড়ুন: 

বার্সেলোনার যুব একাডেমিতে মেসির সাথে বেড়ে ওঠা রেমন মাসো বলছেন, ‘একাডেমিতে অনুশীলন ম্যাচ মূল ম্যাচের চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। অনুশীলনে মেসি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিলেন। সবসময় জিততে চাইতেন। দেখবেন যখন বল পান, তখন অন্যদের চেয়ে আলাদা হয়ে যান।’

মেসির মাঝে সব সময় জেতার মানসিকতা থাকে বলে জানিয়েছেন মাসো, ‘মেসি বিষয়গুলোকে সহজ করে ফেলেন। কিন্তু যখন বলে স্পর্শ করেন, প্রায়ই তখন কিছু ঘটেছে। তার মধ্যে সবসময় জেতার মানসিকতা থাকে এবং সবসময় চিন্তা করেন ফুটবল, ফুটবল, ফুটবল, কীভাবে সেরা হওয়া যায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা