× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপে চাপে থাকবে ভারত : গিবস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩ ০০:০২ এএম

আপডেট : ২৪ জুলাই ২০২৩ ০০:০৩ এএম

বিশ্বকাপে চাপে থাকবে ভারত : গিবস

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে সবশেষ ২০১১ বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি জয়ের স্বাদ পেয়েছে ভারত। এরপর কেটে গেছে ১১টি বছর, পরিণত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। ব্যতিক্রম কেবল আইসিসির ইভেন্টগুলোতে। এখানে এখনও সাফল্যের মুখ দেখেনি ভারত। মাঝে পরিবর্তন আনা হয়েছে নেতৃত্বে। দিন শেষে কাজের কাজ হয়নি কিছুই। একের পর এক ব্যর্থ হওয়ায় দক্ষিণ আফ্রিকার পর তাদেরও পরবর্তী চোকার্স হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন : ম্যাচ বাঁচানোর আশা দেখছেন আথানজে

তবে আসন্ন বিশ্বকাপের আয়োজক বলেই আশাবাদী ভারত। দলটিকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরাও। সমর্থকদের এই স্বপ্নই নাকি ভারতের বিশ্বকাপ জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সমর্থকদের অতি প্রত্যাশাই ডোবাতে পারে রোহিত-কোহলিদের এমনটাই মনে করেন, সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হারশেল গিবস।

১২ বছর পর বিশ্বকাপ ফিরছে ভারতে। আড়াই মাসও বাকি নেই। আসর ঘিরে সব রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। প্রস্তুত হচ্ছেন দলটির সমর্থকরাও। ম্যাচের টিকিট বুঝে পেতে লড়ছেন। মাঠ ও মাঠের বাইরে সমর্থন জোগানোর প্রস্তুতি নিচ্ছেন তারাও। যেকোনো মূল্যে ঘরের মাঠে হওয়া বিশ্বকাপ নিজের করা চাই- সমর্থকদের এই প্রত্যাশার চাপেই পিষ্ট হতে পারে ভারত। বিশ্বকাপের ফেবারিট কোনো দল এমন প্রশ্নের জবাবে ভারতকে নিয়ে নিজের এমন আশঙ্কার কথায় শুনিয়েছেন গিবস। 

এই প্রোটিয়া বিশ্লেষকের মতে, ‘ভারতই সবচেয়ে বেশি চাপে থাকবে। ওদের অনেক বড় বড় খেলোয়াড় আছে, যারা চাপের মুখে সত্যিই খুব ভালো খেলে। তবে আমি বলব এবারের বিশ্বকাপটা পুরোপুরি উন্মুক্ত। উপমহাদেশের কন্ডিশনে (নিয়মিত) খেলা দলের তো অভাব নেই। আমি মনে করি রোমাঞ্চকর একটি টুর্নামেন্ট হবে।’ 

আইসিসির ইভেন্টগুলোতে অবশ্য, সবচেয়ে বেশি চাপে ভেঙে পড়তে দেখা গেছে গিবসের দেশ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদেরই। এখন পর্যন্ত কোনো আসরেই সেমিফাইনাল টপকাতে পারেনি দলটি। যদিও আসর শুরুর আগে ফেবারিট হিসেবেই মাঠে নামে দলটি। আর এই কারণেই ক্রিকেটে চোকার্স হিসেবে পরিচিত দক্ষিণ আফ্রিকা। এবারও তেমনটি হবে কি না, এমন প্রশ্নের জবাবে গিবস বলেন, ‘আমি সব সময়ই বলে এসেছি আমাদের দরকার ছিল ফাইনালে ওঠা। সেমিফাইনালের কথা ভুলে যান, আমাদের দরকার ফাইনালে জায়গা করে নেওয়া। আমরা যেদিন ফাইনালে উঠতে পারব, সেদিনই হয়তো বিশ্বকাপ জিতব।’

গিবস দক্ষিণ আফ্রিকার হয়ে ১৯৯৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন। এ সময়ে প্রোটিয়াদের হয়ে মাঠে নেমেছেন ৯০টি টেস্টে, ২৪৮টি ওয়ানডেতে ও ২৩টি টি-টোয়েন্টিতে। আন্তর্জাতিক ক্যারিয়ারে সব ফরম্যাট মিলিয়ে ১৪ হাজারের বেশি রান আছে তার। ক্রিকেট ছাড়ার পর কোচিং ক্যারিয়ার বেছে নিয়েছেন তিনি। বর্তমানে কাজ করছেন জিম্বাবুয়েতে অনুষ্ঠানরত জিম আফ্রোর টি-টেন লিগের দল জোবার্গ বাফেলোসে প্রধান কোচ হিসেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা