× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মারুফা বন্দনায় মান্ধানা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৩ ০৯:৫৪ এএম

মারুফা বন্দনায় মান্ধানা

মিরপুরে প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে হারের স্বাদ পেতে হয়েছে ভারতের মেয়েদের। আরও সহজ করে বললে, মারুফার আগ্রাসী বোলিংয়ের কাছে নাকানিচুবানি খেতে হয়েছে হারমানপ্রীত কাউর-স্মৃতি মান্ধানাদের। বলতে গেলে, মারুফার কারণেই শেষ ম্যাচের আগেও সিরিজ জয় নিয়ে অনিশ্চয়তায় ভারত।

আরও পড়ুন : ব্যাটিং নিয়েই কোচের যত দুশ্চিন্তা

এমন ঈর্ষা-জাগানিয়া যার বোলিং তার প্রশংসা না করে উপায় কী। স্মৃতি মান্দানাও পারেননি সেটি। ম্যাচের আগে শুক্রবার সংবাদ সম্মেলনে এসে মারুফা বন্দনায় মেতে ওঠেন নারী আইপিএলের সবচেয়ে দামি এই ক্রিকেটার। আগামীতে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার উইকেটে এই পেসারের আগ্রাসী রূপ দেখতে চান তিনি।

ভারতকে হারানোর প্রথম ম্যাচে ২৯ রানে ৪ উইকেট তুলে ছিলেন মারুফা। হয়েছিলেন ম্যাচজয়ের নায়ক। দ্বিতীয় ম্যাচেও ছিলেন আগ্রাসী। দুর্দান্ত এক ইনসুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারকে বোকা বানিয়ে দেন তিনি। উইকেটের অন্যপাশে থাকায় অবাক হয়ে তাকিয়ে থাকতে হয়েছিল সহ-অধিনায়ক মান্ধানাকেও।

সংবাদ সম্মেলনে এসেও তাই ১৮ বছর বয়সি এই পেসারকে নিয়ে নিজের মুগ্ধতার কথাই শুনিয়েছেন মান্ধানা, ‘তার বয়স অল্প। কিন্তু মাঠে যেভাবে সে নিজেকে উপস্থাপন করছে, বোলিং ও ফিল্ডিংয়ে যেভাবে নিজেকে মেলে ধরছে, তা অসাধারণ। তার ভেতরে ভালো ক্রিকেটার হয়ে ওঠার যে আগুন দেখেছি… আমি নিশ্চিত, সামনের পথচলায় সে বাংলাদেশের জন্য অসাধারণ একজন ক্রিকেটার হয়ে উঠবে।’

বাংলাদেশের স্পিন-সহায়ক উইকেটেও প্রতিপক্ষের ব্যাটারদের চিন্তার খোরাক হচ্ছেন মারুফা। ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার পেস-সহায়ক উইকেটে তাই মারুফাকে দেখতে মুখিয়ে আছেন মান্ধানা, ‘তার অ্যাকশন একদমই আলাদা। সে যতটা জোরে বল করে, অ্যাকশনের কারণেই আরও দ্রুতগতির মনে হয়। তার রিলিজ পয়েন্ট থেকে আমাদের ধারণার চেয়ে আরেকটু বেশি স্কিড করে তার বল। তাই ব্যাটারদের আরেকটু বেশি প্রস্তুত থাকতে হয়। এ ধরনের উইকেট অবশ্যই তাকে খুব একটা সহায়তা করছে না। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সে কেমন করে, দেখার অপেক্ষা থাকবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা