× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অশ্বিনের চমকপ্রদ কীর্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ০০:৪৫ এএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ০০:৫৪ এএম

অশ্বিনের চমকপ্রদ কীর্তি

টেস্টে শিবনারায়ণ চন্দরপলকে চারবার আউট করেছেন রবিচন্দন অশ্বিন। ভারতের অফ স্পিনার ডোমিনিকা টেস্টের প্রথম দিনে শিবের ছেলে তেজনারায়ণ চন্দরপলকেও আউট করেছেন। বাবা-ছেলেকে আউট করে বিরল এক কীর্তি গড়ার দিনে কয়েকটি রেকর্ডও গড়েছেন অশ্বিন। ভারতের হয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে পেয়েছেন ৭০০ উইকেটের দেখা। দলে প্রত্যাবর্তন করেছেন বোলিংয়ে ফাইফার বনে। 

আরও পড়ুন : আড়াই কোটি টাকাতে ক্রিকেটের আদি বই

তবু পুরোনো সেই আক্ষেপ অশ্বিনকে ঘিরে রেখেছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দলকে সাহায্য করতে না পারার আক্ষেপেই পুড়ছেন। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ১৫০ রানে গুঁড়িয়ে দিতে পাঁচ উইকেট নিয়েছেন অশ্বিন। তাতে ৩৩ বার পাঁচ বা ততোধিক উইকেট নেওয়ার অর্জনের রেকর্ডও গড়েছেন অফ স্পিন তারকা। কিন্তু আক্ষেপে পোড়া অশ্বিনের ভাবনায় শুধুই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অভিজ্ঞ অফ-স্পিনার কোনো না কোনোভাবে দলে অবদান রাখতে চেয়েছিলেন।

অশ্বিন বলেছেন, ‘একজন ক্রিকেটার হিসেবে, যখন আপনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাইরে থাকেন… এটা মেনে নেওয়া খুব কঠিন। তবে সব ঠিক আছে। আমরা যখন ফাইনালে উঠেছিলাম, তখন আমি খেলার জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত ছিলাম। খেলার জন্য পরিকল্পনা করেছিলাম কিন্তু আমি খেলা না খেলার জন্যও প্রস্তুত ছিলাম।’

দলে ফিরে নিজের পারফরম্যান্স নিয়ে অশ্বিন বলেছেন, ‘এমন কোনো মানুষ বা ক্রিকেটার নেই যারা উত্থান-পতনের মধ্য দিয়ে যায়নি। যখন খারাপ সময় যাবে, এটা আপনাকে দুটি সুযোগ দেবে। হয় আপনি বিরক্ত হয়ে অভিযোগ করবেন, অথবা এর থেকে শিখবেন। আমি এমন একজন মানুষ যে প্রতিনিয়ত এর থেকে শিখছি।’

অশ্বিনের আগে আরও চারজন এই কীর্তি ছুঁয়েছিলেন। ইয়ান বোথামের শিকার ল্যান্স ও ক্রিস কেয়ার্ন, ওয়াসিম আকরামের শিকার ল্যান্স ও ক্রিস কেয়ার্ন, মিচেল স্টার্কের শিকার শিবনারাইন ও তেজনারাইন চন্দরপল এবং সাইমন হার্মারের শিকার হন শিবনারাইন ও তেজনারাইন চন্দরপল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা