× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ফুটবল ভালোবাসলে মেসিকেও ভালোবাসতে হবে’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুলাই ২০২৩ ২৩:০৫ পিএম

‘ফুটবল ভালোবাসলে মেসিকেও ভালোবাসতে হবে’

ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লম্বা সময় ফুটবল খেলেছেন। জাতীয় দলে তো সতীর্থ হিসেবে পেয়েছেন নেইমারকেই। অথচ ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরোর চোখে রোনালদো কিংবা নেইমার নন; সেরা ফুটবলার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তার মতে, ফুটবলকে ভালোবাসলে মেসিকে ভালো না বেসে উপায় নেই।

আরও পড়ুন : জিম্বাবুয়ের ফুটবলে স্বস্তি

প্রজন্মের সেরা ফুটবলার কে? প্রায়ই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় বর্তমান ফুটবলারদের। সে রকমই একটি প্রশ্ন করা হয়েছিল রেড ডেভিল তারকা কাসেমিরোকে। অপশন হিসেবে বেছে নিতে বলা হয়েছিল রোনালদো, মেসি কিংবা নেইমারের মধ্য থেকে একজনকে। সেখান থেকে তিনি বেছে নিয়েছেন মেসিকে। আর এর কারণ হিসেবে তিনি বলেন- ‘ম্যারাডোনা, পেলের খেলা দেখার সুযোগ পাইনি। কিন্তু আমি আমাদের প্রজন্মের সেরা তিন ফুটবলার মেসি, ক্রিশ্চিয়ানো, নেইমারের খেলা উপভোগ করেছি।’

‘মেসি একটা যুগ তৈরি করেছে, বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে সে সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। যে ফুটবলকে ভালোবাসে, সে মেসিকেও ভালোবাসবে। তার বিপক্ষে খেলাটা আনন্দের। মেসি এমন একজন ফুটবলার, যার সম্পর্কে আমার কোনো মন্তব্যের প্রয়োজন নেই, আপনি শুধু যার প্রশংসাই করতে পারবেন।’

স্কাই স্পোর্টসকে দেওয়া ভিন্ন এক সাক্ষাৎকারে সাবেক ইংলিশ কিংবদন্তি ফুটবলার ওয়েন রুনিও মেসিকে সেরা হিসেবে মন্তব্য করেছেন। তার মতে, মেসির যুক্তরাষ্ট্রের ফুটবলে নাম লেখানো কোনো ভুল সিদ্ধান্ত নয়। তিনি বলেন, ‘এমএলএসের জন্য এটি একটি দুর্দান্ত পদক্ষেপ। বাণিজ্যিকভাবে এটা দারুণ হবে। এর ফলে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিযোগিতাটির প্রতি দর্শক আগ্রহ তৈরি হবে। মেসির যোগ দেওয়ার ফলে শুধু ভক্ত কিংবা কোচ নয়, খেলোয়াড়রাও বেশ উচ্ছ্বসিত। কেননা সে সেরা ফুটবলার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা