× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ইতালি রেখে ব্রাজিলে কেন আনচেলত্তি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ২১:৫৫ পিএম

‘ইতালি রেখে ব্রাজিলে কেন আনচেলত্তি’

ফুটবলে সময়টা ভালো যাচ্ছে না রেকর্ড পাঁচবারের বিশ্বকাপজয়ীদের। এরচেয়ে বহুগুণ খারাপ অবস্থা চারবারের বিশ্বকাপজয়ী ইতালির। সবশেষ টানা দুই বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি দলটি। ২০২৪ ইউরোর আগে যোগ্য একজন কোচের খোঁজে তারা। সেখানে নিজ দেশ ইতালির দায়িত্ব না নিয়ে ২০২৪ সালে ব্রাজিলের কোচ হওয়ার কথা জানিয়েছেন ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। আর এটি নিয়েই প্রশ্ন তুলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

আরও পড়ুন : মেসিকে অনুসরণ করে এমএলএসে নেইমার!

কদিন আগেই রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন আনচেলত্তি। তবে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিতে থাকায় আপাতত দলটির দায়িত্ব নিতে পারছেন না তিনি। আগামী ২০২৪ কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচের ভূমিকায় দেখা যাবে তাকে। এরপর তার অধীনেই ২০২৬ বিশ্বকাপ খেলতে মাঠে নামবে ব্রাজিল। আনচেলত্তি না থাকার এই সময়টাতে ব্রাজিলের আপৎকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন ফার্নান্দো দিনিজ। আর সেটি নিয়েই প্রশ্ন লুলার।

তার প্রশ্ন, কোপা আমেরিকার আগ মুহূর্তে দলের দায়িত্ব নিয়ে কতটা প্রভাব রাখতে পারবেন তিনি। সম্প্রতি এসবিটি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল প্রেসিডেন্ট বলেছেন, ‘সে কখনও ইতালির কোচ ছিল না। সে কেন ইতালির সমস্যা সমাধান করছে না। এমনকি তারা সবশেষ বিশ্বকাপটাও খেলতে পারেনি। আমার মতে সমস্যা দিনিজ নয়। আমাদের আসল সমস্যা দলে মানসম্পন্ন খেলোয়াড় না থাকা। আগে আমাদের দলে দারুণ সব খেলোয়াড় ছিল।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা