× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিরিজ নিশ্চিত করতে চায় আফগানরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১২:৪৭ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৩:৩৪ পিএম

সিরিজ নিশ্চিত করতে চায় আফগানরা

তামিম ইকবাল নেই দলে। তার ফায়দাটা যে আফগানিস্তান তুলতে চাইবে পুরোপুরি, তা আর বলতে।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়াটা যেকোনো পরিস্থিতিতেই স্বস্তির। তার ওপর প্রতিপক্ষ যখন মাঠের বাইরের পরিস্থিতি নিয়ে বেসামাল থাকে, তখন তো আরও বেশিই। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আফগানিস্তান, আর তামিম ইস্যুতে খানিকটা ব্যাকফুটে বাংলাদেশ। অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি জানালেন, এমনসব পরিস্থিতি কাজে লাগিয়ে সিরিজটা আজই বাগিয়ে ফেলার লক্ষ্য তার দলের।

শেষ কয়েকটা সিরিজে যে ধরনের উইকেটে খেলেছে দল, তার চেয়ে প্রথম ম্যাচে উইকেটটা বেশ আলাদাই ছিল। বল নিচু হচ্ছিল একটু পরপরই। তবে সব ছাপিয়ে বাংলাদেশ দলের ব্যাটিংটাও যুৎসই হয়নি। আর সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়া।

আরও পড়ুন: বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

এর আগেই অবশ্য মাঠের বাইরের বিষয় নিয়ে সরগরম ছিল ক্রিকেটপাড়া। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের এক মন্তব্য নিয়ে প্রতিদিনের বাংলাদেশের কাছে ক্ষোভই ঝেড়েছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। ম্যাচের পরের দিন বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন ডেকে তামিম অবসরই ঘোষণা করে বসেছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিদ্ধান্ত বদল করলেও এশিয়া কাপের আগে দলে ফিরছেন না তামিম। 

সবকিছুর শেষ কথা, তামিম নেই দ্বিতীয় ওয়ানডেতে, অন্তত সংবাদ সম্মেলনের আগ পর্যন্ত পরিস্থিতিটা ছিল তা-ই। তামিমের শূন্যতা ভোগাবে বাংলাদেশকে, সে ফায়দাটাই তুলতে চাইছে আফগানরা। শাহিদির কথা, ‘সে বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। অতীতে সে দারুণ খেলেছে, এখন সে দারুণ অভিজ্ঞ একজন, এই ফরম্যাটে সে দলের অধিনায়কও। তার না থাকাটা আমাদের জন্য ভালো একটা সুবিধা দেবে। কালকের ম্যাচটার জন্য মুখিয়ে আছি।’

আমি তামিমকে চিনি, কারণ শেষ সিরিজেও সে আর আমি দুই দলের অধিনায়ক ছিলাম। মাঠের বাইরে সে দারুণ একজন মানুষ। আমি তাকে অনেক বেশি সম্মান করি। তবে মিস করব কি না, তা বলতে পারছি না!’

আরও পড়ুন: ফর্ম নিয়ে চিন্তাহীন লিটন

তবে তামিম না থাকায় দলে যে একটা প্রভাব ফেলেছে, তা আর বলতে। তার ওপর প্রথম ম্যাচ হেরে সিরিজটায় যখন পিছিয়ে ১-০ ব্যবধানে, তার ফায়দাটা শিগগিরই তুলে নিতে চায় আফগানিস্তান। সিরিজটা জিততে চায় আজই। 

আফগান অধিনায়কের কথা- ‘হ্যাঁ, কালই সিরিজটা জিততে চাই। কাল (আজ) আমাদের সামনে বড় একটা সুযোগ সিরিজটা ২-০ করে ফেলার। আমি যা বললাম, দল খুবই উজ্জীবিত। আমি জানি তারা অনেক কঠিন হয়ে নামবে কালকে, তবে কাল যেকোনো রকম চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত। আমরা কাল সেরাটাই ঢেলে দিতে চাই, সিরিজটা নিশ্চিত করতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা