× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেস্টের দেড়শ বছর পূর্তিতে ওয়ার্নকে স্মরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৩ ২২:৪২ পিএম

আপডেট : ১২ জুন ২০২৩ ২২:৪৭ পিএম

টেস্টের দেড়শ বছর পূর্তিতে ওয়ার্নকে স্মরণ

১৮৭৭ ও ১৮৮০ টেস্ট ক্রিকেটের স্মৃতিবিজড়িত দুই সাল। প্রথমটি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে যাত্রা শুরু হয় টেস্ট ক্রিকেটের। দ্বিতীয়টি ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো নিজেদের মাটিতে টেস্ট খেলে ইংল্যান্ড। আগামী ২০২৭ ও ২০৩০ সালে দেড়শ বছর পূর্ণ হচ্ছে ম্যাচ দুটির- যা বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চায় দুই দেশের বোর্ড। 

আরও পড়ুন : রদ্রির স্বপ্নপূরণ

ইতোমধ্যেই এ নিয়ে পরিকল্পনা সাজিয়ে ফেলেছে বোর্ড দুটি। ভাবনায় রাখা হয়েছে অজি কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নকে স্মরণ করার বিষয়টিও। বিষয়টি ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে জানিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড।

টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে মেলবোর্নে অ্যাশেজ সিরিজের আদলে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। এরপর ফের ২০৩০ সালে ওভালে মুখোমুখি হবে দল দুটি। দুই জায়গাতেই স্মরণ করা হবে প্রয়াত শেন ওয়ার্নকে। অ্যাশেজে সবচেয়ে বেশি উইকেটশিকারি বোলার ওয়ার্ন। ৩৬ টেস্টে ১৯৫টি উইকেট তুলেছেন তিনি। এ ছাড়া ক্যারিয়ারের প্রথম অ্যাশেজের প্রথম বলটাও বেশ স্মরণীয় ওয়ার্নের। ১৯৯৩ সালে অ্যাশেজে প্রথমবারের মতো বল হাতে নিয়েই অবিশ্বাস্য এক ডেলিভারিতে বোল্ড করেছিলেন মাইক গ্যাটিংকে। পরবর্তীতে যেই বলকে ‘বল অব দ্য সেঞ্চুরি’ নাম দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা