× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোনালদোর চেয়ে ‘আলোকবর্ষ’ এগিয়ে মেসি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৩ ২২:২৮ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৩ ২২:৩৩ পিএম

রোনালদোর চেয়ে ‘আলোকবর্ষ’ এগিয়ে মেসি

ফুটবল দুনিয়ায় একটি প্রশ্ন এখনও চলে। বিশ্বের সেরা ফুটবলার কে? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? প্রশ্নের উত্তরটা এখনও খুঁজে ফেরেন ফুটবলপ্রেমীরা। বিতর্কটা যেন শেষ হওয়ার নয়। এ নিয়ে সবাই মোটামুটি দুটি ভাগে বিভক্ত। কেউ কেউ আছেন আর্জেন্টাইন সুপারস্টার মেসির পক্ষে।

আরও পড়ুন : আসুন এবার আমরা তাদের জেতাই

আবার অনেকে সেরা মানেন পর্তুগিজ মেগাস্টার রোনালদোকে। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সাবেক কোচ এমিলিয়ানো দিয়াজ তো সোজাসাপ্টা উত্তর দিতে পছন্দ করেন। রোনালদোর সঙ্গে মেসির তুলনাই করতে চান না তিনি। তার বিশ্বাস, সিআর সেভেনের চেয়ে আলোকবর্ষ ব্যবধানে এগিয়ে মেসি।

সৌদিতে থাকাকালে রোনালদোকে খুব কাছ থেকে দেখেছেন এমিলিয়ানো দিয়াজ। তার সাবেক ক্লাব আল হিলালের বিপক্ষে রোনালদোর পারফরম্যান্স ডাগআউট থেকেই মূল্যায়ন করেছেন। সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে রোনালদোর পারফরম্যান্স যেমন দেখেছেন, ঠিক তেমনি কাতারে মেসির বিশ্ব জয়টাও উপভোগ করেছেন আর্জেন্টাইন কোচ। এ কারণে দুজনের মধ্যে তুলনা করতে নারাজ তিনি।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াই স্পোর্টসকে এমিলিয়ানো দিয়াজ বলেন, ‘দুজনের তুলনা কোনোভাবেই চলে না। খেলোয়াড় হিসেবে তুলনা চলেই না। মাস তিনেক আগে ওর (রোনালদো) বিপক্ষে খেলেছি। বিশ্বকাপে মেসির খেলাও দেখেছি। দুজনের মধ্যে আলোকবর্ষ ব্যবধান। কিছু লোক ওর (রোনালদো) পক্ষে কথা বলে। কিন্তু মেসি যে মানের খেলোয়াড়, তার সঙ্গে তুলনা চলে না।’

বাবা র‌্যামন দিয়াজ ছিলেন হিলালের মূল কোচ। পারিবারিক কারণে তিনি দেশে ফিরে গেলে ক্লাবের শেষ পাঁচ ম্যাচে কোচ ছিলেন ছেলে এমিলিয়ানো দিয়াজ। আর্জেন্টিনায় ফিরেই জানান, বড় দলগুলোর বিপক্ষে রোনালদোর পারফরম্যান্স মন কাড়তে পারেনি।

এমিলিয়ানো দিয়াজ বলেন, ‘রোনালদোকে সংগ্রাম করতে হয়েছে। বড় দলগুলোর বিপক্ষে ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারেনি। তিন-চারটা করে গোল করেছে, তাও ছোট ক্লাবগুলোর বিপক্ষে। কিংস কাপ, সুপার কাপ ও লিগ কাপও জিতে পারেনি। এশিয়াতে সে প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা