× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে মেসিদের অপেক্ষায় রোনালদো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ১১:১২ এএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১১:১৬ এএম

সৌদিতে মেসিদের অপেক্ষায় রোনালদো

একের পিঠে আরেক করে তালিকাটা বেশ বড় হচ্ছে, সৌদি আরবে খেলতে আসছেন তারকা সব খেলোয়াড়। লিওনেল মেসি, সার্জিও বুসকেটসের পাশাপাশি শোনা যাচ্ছে জর্দি আলবার নামও। রিয়াল মাদ্রিদের তারকা করিম বেনজেমাকে নিয়েও কদিন ধরে চলছিল গুঞ্জন।

আরও পড়ুন : পিএসজিকে বিদায় বলে দিলেন রামোস

ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে আসতে চাওয়া এসব তারকাকে অবশ্য স্বাগত জানিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার মতে, সৌদি প্রো লিগে কিছু অসঙ্গতি থাকলেও এখানে লড়াইটা জমে বেশ।

অবশ্য কদিন আগে রোনালদোকে নিয়েই ছড়িয়ে পড়েছিল খবর, ‘সৌদিতে মানিয়ে নিতে পারছেন না সিআর সেভেন।’ সে কারণে নাকি ইউরোপে ফিরতে চাচ্ছিলেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইডেট তারকা। অবশ্য সৌদি প্রো লিগকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো নিজেই জানিয়েছেন, সৌদিতে ভালোই কাটছে মহাতারকার। আরও এক মৌসুম থাকারও বার্তা দিয়েছেন। মোদ্দাকথা, দুই দিন আগের ‘সৌদিতে ভালো নেই রোনালদো’ খবরটিও দিয়েছেন উড়িয়ে। 

আল নাসর ফরোয়ার্ড বলেছেন, ‘এই লিগটার উন্নতির অনেক জায়গা রয়েছে বটে, তবে বেশ প্রতিযোগিতামূলক, বেশ ভালো। এখানে ভালো ভালো দল রয়েছে, কয়েকজন বেশ ভালো আরব ফুটবলারও আছেন। কাঠামোগত দিক থেকে, রেফারিং এবং ভিএআরের বিষয়টা আরেকটু উন্নত করা দরকার। ছোটখাটো জিনিসগুলোতেই উন্নতি করতে হবে। তবে আমি খুশি এখানে। এখানেই খেলা চালিয়ে যেতে আগ্রহী এবং এখানেই খেলব আমি।’

রোনালদো আসার পর সব গুঞ্জন ও সম্ভাবনার দুয়ার যেন খুলে গেছে! মেসি এবং বুসকেটসদের মতো তারকারা প্রো লিগে যোগ দিতে পারেন। রোনালদো মনে করেন, বড় বড় এসব তারকা এখানে এলে প্রতিযোগিতাটির জন্যই ভালো, ‘তাদের মতো এমন সব বড় বড় তারকা থেকে তরুণ ও বয়স্করাও যদি এখানে আসে, তাহলে তাদের স্বাগত জানাই। কারণ সেটা ঘটলে লিগের একটু হলেও উন্নতি হবে।’

রোনালদোর মতে প্রো লিগ যদি নিজেদের উন্নতির ধারা বজায় রাখতে পারে, তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে সৌদির লিগ বিশ্বের প্রথম পাঁচ সেরা লিগের মধ্যে জায়গা করে নিতে পারবে। সিআর সেভেন জানিয়েছেন লিগের কিছু অসঙ্গতির কথাও, তবে নিজের থাকার বার্তাও দিয়েছেন, ‘আমি এখানে সুখী। এখানেই খেলতে চাই এবং সেটাই করব। আমার মতে, সবাই এখানে যা যা করতে চায় সেসব করলে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের শীর্ষ পাঁচ লিগের একটি হয়ে উঠতে পারে সৌদি লিগ।’

প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি জমানোর পর থেকে অম্ল-মধুর সময় কাটাচ্ছেন রোনালদো। এরই মধ্যে ক্লাবটির জার্সিতে খালি হাতে নিজের প্রথম মৌসুম শেষ করেছেন। স্বাভাবিকভাবেই নানা দিক থেকে রোনালদোর সৌদি ছাড়ার গুঞ্জন ভাসছিল। সেই বিষয়টি অবশ্য চুকে গেছে। ইউনাইটেড ছেড়ে চলতি বছরের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। প্রথম মৌসুমে ১৯ ম্যাচে ১৪ গোল করলেও কিছুই জিততে পারেনি তার দল।

রোনালদো আশাবাদী আগামী মৌসুমে এক এক করে সব জিতবেন, ‘সত্যি বলতে এ বছর কিছু জেতার আশায় ছিলাম। কিন্তু যা ভাবি সব সময় তা ঘটে না। বড় কিছু জিততে কখনও কখনও আমাদের আরও বেশি ধারাবাহিকতা ও ধৈর্যের প্রয়োজন হয়। ট্রফি জিততে কখনও একটু সময় লাগে। লক্ষ্য ঠিক থাকলে ও নিজের ওপর বিশ্বাস রাখলে কোনো কিছুই অসম্ভব নয়। এবার কিছু জিততে পারিনি কিন্তু আগামী বছর নিয়ে আমি খুব আশাবাদী, পরিস্থিতি পাল্টে যাবে বলেই আমার বিশ্বাস।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা