× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোপ ২০৫, ডাকেট ১৮২, ইংল্যান্ড ৫২৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৩ ০১:৩০ এএম

আপডেট : ০৩ জুন ২০২৩ ১১:০০ এএম

পোপ ২০৫, ডাকেট ১৮২, ইংল্যান্ড ৫২৪

ক্যারিয়ারের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন অলি পোপ। তার সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছেন বেন ডাকেট। বাজবলের তেজে আইরিশ বোলাররা রীতিমতো ছারখার। দুজনের দুরন্ত ব্যাটিংয়ে লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। পোপ-ডাকেটের ২৫২ রানের জুটিতে ৪ উইকেট হারিয়ে ৫২৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছেন স্বাগতিকরা।

আরও পড়ুন : হ্যাজলউডের অনুপ্রেরণা কোহলি

অলি পোপ ২০৮ বলে খেলেছেন নিজের ক্যারিয়ারের ২০৫ রানের অনন্য ইনিংসটি। দাপুটে ইনিংসে ছিল ২২ বাউন্ডারি ও ৩ ছক্কার মার।

প্রথম দিন ফিফটি ছোঁয়া ইনিংসটাকে সেঞ্চুরিতে রূপ দিয়েছেন বেন ডাকেট। শুধু সেঞ্চুরিতে সন্তুষ্ট ছিলেন না। তাইতো এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। সেই সম্ভাবনা অবশ্য আলোর মুখ দেখেনি। ১৮২ রানে সাজঘরে ফিরতে হয়েছে ডাকেটকে। তার ১৭৮ বলের চমৎকার ইনিংসটি সাজানো ছিল ২৪ বাউন্ডারি ও ১ ছক্কায়।

শেষ দিকে এসে ফিফটি পেয়েছেন জো রুট। ৫৯ বলে তার ব্যাট থেকে আসে ৫৬ রান। যাতে ছিল ৪ বাউন্ডারি ও ১ ওভার বাউন্ডারি। মানে টপ অর্ডারের চার ব্যাটারই আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিতে যথেষ্ট।

দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাট হাতে মাঠে নেমে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ৯৭ রান তুলে ফেলেছে আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ৩৩* ও লরকান টাকার ২১* রান নিয়ে ক্রিজে টিকে আছেন। ৩টি উইকেটই নিয়েছেন অভিষিক্ত জশ টাং। অতিথি আইরিশরা এখনও ২৫৫ রানে পিছিয়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা