× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়া কাপ: সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১৭:২৯ পিএম

এশিয়া কাপ: সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি

এশিয়া কাপ নিয়ে এখনও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। মহাদেশীয় এই টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান হওয়াতেই যত ঝামেলা। রাজনৈতিক বৈরিতায় সেখানে দল পাঠাতে অনিচ্ছুক ভারত। তাদের জন্য বিকল্প চিন্তা করে আনা হয়েছে হাইব্রিড মডেল। পাকিস্তানের দেওয়া এই মডেলে অনিচ্ছুক ছিল বাংলাদেশ। তবে সুর বদলে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, বাংলাদেশ প্রস্তুত এশিয়া কাপে খেলতে। এর আগে অবশ্য বিসিবির চোখ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্তের দিকে।

আরও পড়ুন - নারী সুপার লিগ শুরু ১০ জুন

এশিয়া কাপ নিয়ে জটিলতার সমাধান করতে আলোচনায় বসবে এসিসি। সেখানে হতে যাওয়া সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বিসিবি। গতকাল মিরপুরে গণমাধ্যমকে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘আমরা এসিসি থেকে জানতে পারব সিদ্ধান্ত কী, কোথায়, কখন ম্যাচ হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। যেহেতু আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আমরা পাইনি সেটার জন্য তাই আমরা অপেক্ষা করছি।’ ঠিক কবে নাগাদ ওই অপেক্ষার অবসান ঘটবে সেটা অবশ্য এখনও জানা যায়নি।

এদিকে ক্রিকেট-বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফো জানিয়েছিল বাংলাদেশ হাইব্রিড মডেলে খেলতে চায় না। এখন অবশ্য ওই ধরনের সিদ্ধান্ত থেকে সরেছে বিসিবি। জালাল ইউনুস স্পষ্ট করেছেন, বাংলাদেশ এশিয়া কাপ খেলতে আগ্রহী। হাইব্রিড মডেল কিংবা একক দেশে আয়োজন করলেও এশিয়া কাপে খেলতে চায়। এই নিয়ে জালাল বলেন, ‘আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। যেই মডেলই হোক সেই টুর্নামেন্টে আমরা খেলতে আগ্রহী।’

হাইব্রিড মডেলে এশিয়া কাপ হলে দ্বিতীয় ভেন্যু হতে পারে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কা। দুই দেশের মধ্যে আরব আমিরাতে খেলতে আপত্তি আছে বাংলাদেশের। মূলত গরমের কারণেই তৈরি হয়েছে এই অনাগ্রহের। এর মূল কারণ গরমের পাশাপাশি বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ইনজুরি থেকে বাঁচানোই মূল লক্ষ্য, ‘বিশ্বকাপের দিকে লক্ষ্য। সেটার জন্য প্রস্তুতি, সতর্কতা নিয়ে আমরা চিন্তা করছি, সেজন্যই আমরা চাচ্ছিলাম না দুবাইতে খেলতে।’ তবে অন্য দেশগুলো দুবাইয়ে খেলতে আগ্রহী থাকলে বাংলাদেশও খেলবে বলে জানান জালাল ইউনুস, ‘এখন যদি এসিসি সিদ্ধান্ত নেয় যে দুবাইতেই হবে। সব সদস্য যদি মেনে নেয় তখন আমাদেরও খেলতে হবে সেখানে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা