× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার বিশ্রাম না, ছুটিতে মাহমুদউল্লাহ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৩ ১২:০৭ পিএম

আপডেট : ৩০ মে ২০২৩ ১২:০৯ পিএম

এবার বিশ্রাম না, ছুটিতে মাহমুদউল্লাহ

আফগানিস্তান সিরিজ সামনে রেখে গতকাল সোমবার মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ দলের ‘প্রি সিরিজ’ ক্যাম্প। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের আসার আগ পর্যন্ত এভাবেই চলবে। সেখানে চলবে সাদা ও লাল বলের অনুশীলন। টেস্ট দলে থাকা সম্ভাব্য ক্রিকেটারদের প্রস্তুতি লাল বলে। সীমিত ওভারের সিরিজের বিবেচনায় থাকা ক্রিকেটাররা প্রস্তুতি সারছেন সাদা বলে।

আরও পড়ুন : বিশাল পরিকল্পনা সমর্থকদের

প্রি সিরিজ ক্যাম্পে থাকা ২৬ ক্রিকেটারের তালিকা টিম ম্যানেজমেন্টকে দিয়েছেন বিসিবির নির্বাচকরা। সে তালিকায় নেই অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের নাম। আফগানিস্তান সিরিজ চলাকালীন পবিত্র হজ পালন করতে যাবেন তিনি। ইতোমধ্যেই বিসিবি থেকে ছুটি নিয়েছেন। সে কারণে আফগানিস্তান সিরিজে থাকবেন না।

গতকাল সকাল ৯টায় রিপোর্টিং শেষে মাঠের অনুশীলনে নেমে পড়েন ক্রিকেটাররা। ২৬ জনের প্রাথমিক দলে থাকা ২১ ক্রিকেটারকে দেখা গেছে মিরপুরে। বাকি ৫ ক্রিকেটার সিলেটে ‘এ’ দলের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য ব্যস্ত। মিরপুরের অনুশীলনে ছিলেন নাঈম শেখ, তাওহিদ হৃদয়, রনি তালুকদার ও শামীম পাটোয়ারীরা। একই সময়ে একাডেমি মাঠে ছিলেন তাসকিন আহমেদ-আফিফ হোসেনরা। সবাইকে দেখা গেলেও দেখা যায়নি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। ২৬ সদস্যের প্রাথমিক তালিকায় না থাকায় অনুশীলনে ছিলেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। রিয়াদের না থাকা নিয়ে বলেন, ‘থাকলে তো আপনারা অনুশীলনেই দেখতেন।’ গতকাল মিরপুরে অনুশীলন করেছেন ২১ ক্রিকেটার। এই নিয়ে নাফিসের ভাষ্য, ‘আমাদের ২৬ জনের প্রাথমিক দল দিয়েছে। ৫ জন ‘এ’ দলে আছে। বাদবাকি সবাই ছিল।’

রিয়াদের না থাকার বিষয়ে প্রশ্ন গিয়েছিল অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কাছেও। তিনি সরাসরি উত্তর দেন, পবিত্র হজ পালনের জন্য ছুটি নিচ্ছেন রিয়াদ। সে কারণেই এখন ক্যাম্পে নেই। একই কারণে খেলবেন না ওয়ানডে সিরিজ। উল্লেখ্য যে আগামী ২২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত পবিত্র হজ পালনের জন্য ছুটি নিয়েছেন তিনি।

গণমাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘রিয়াদ আমাদের কাছে আবেদন করেছে সে হজে যাচ্ছে। ২২ জুন থেকে জুলাই ৫ হজে থাকবে। হজের পর ক্যাম্পে যোগ দেবে। সে ওয়ানডেতে খেলতে পারবে না, কারণ প্রথম ম্যাচ তো ৫ জুনে।’

এবার হজের কারণে সিরিজে না থাকলেও আগে বিশ্রামের কারণে দলের বাইরে ছিলেন রিয়াদ। ইংল্যান্ড সিরিজ শেষে তাকে বিশ্রাম দেওয়া হয়। ফলে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই সিরিজের কোনোটিতেই খেলা হয়নি তার। তখন জানানো হয়েছিল নতুনদের সুযোগ করে দিতেই বিশ্রাম দেওয়া হয়েছে রিয়াদকে। টানা দুই সিরিজ পর বিশ্বকাপের আগে এটাই ছিল রিয়াদের দলে ফেরার ‘শেষ’ সুযোগ। ছুটির কারণে হয়তো সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না। ফলে বিশ্বকাপে তার না খেলার শঙ্কা আরও বেশি দৃঢ় হয়েছে।

জালাল ইউনুস অবশ্য কঠিন করে কিছু ভাবছেন না। হজের কারণে ছুটি নেওয়ায় বিশ্বকাপের দলে রিয়াদের অন্তর্ভুক্তিতে কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন। বরং রিয়াদের হজ পালনকেই গুরুত্বসহকারে দেখছে বিসিবি। এই নিয়ে জালাল ইউনুস বলেন, ‘হজ পালন করা আমাদের সবার জন্য ফরজ। এখানে আমাদেরও সমর্থন দিতে হবে। বিশ্বকাপের দল নির্বাচনের ব্যাপারে আমার মনে হয় এখানে কোনো সমস্যা হবে না।’

এদিকে জাতীয় দলের অনুশীলন শুরু হলেও বিশেষ স্পিন বোলিং ক্যাম্প নিয়ে ব্যস্ত রঙ্গনা হেরাথ। গতকাল শুরু হওয়া বিশেষ এই ক্যাম্প শেষ হবে আজ। এইচপি ও জাতীয় দলের আশপাশে থাকা স্পিনারদের নিয়ে কাজ করছেন তিনি। অন্যদিকে জাতীয় দলের এই ‘প্রি সিরিজ’ ক্যাম্প চলবে টেস্ট দল ঘোষণার আগ পর্যন্ত। টেস্ট দল ঘোষণা হলে আলাদা হয়ে যাবেন সীমিত ওভারের জন্য বিবেচনায় থাকা ক্রিকেটাররা। আলাদা অনুশীলন করবেন তারা। হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে না থাকলেও তার পরিকল্পনা মোতাবেক এগোচ্ছে এই ক্যাম্প। হাথুরুসিংহে না থাকায় সহকারী কোচ নিক পোথাসের অধীনে ক্যাম্প শুরু করেছেন ক্রিকেটাররা। নিজেদের সমস্যার সমাধান নিচ্ছেন এই প্রোটিয়ার কাছ থেকে। নিক পোথাস ছাড়াও ক্যাম্পে যোগ দিয়েছেন ট্রেনার নিক লি। ফিল্ডিং কোচ শন ম্যাকডরমাট আগামীকাল ও হাথুরুসিংহে দলের সঙ্গে যোগ দেবেন আগামী ৩ জুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা