বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৬ মে ২০২৩ ০৯:২৭ এএম
আপডেট : ২৬ মে ২০২৩ ০৯:৩২ এএম
ছবি : ফেসবুক
বাঙালির উৎসবের শেষ নেই। কথায় তো আছেই বারো মাসের তেরো পার্বণ! সেই আনন্দ আয়োজনের একটি জামাইষষ্ঠী। গতকাল বৃহস্পতিবার জামাইষষ্ঠীর উৎসবে মেতে ছিলেন লিটন দাস।
আরও পড়ুন : শুক্কুরের ব্যাটে লড়ছে বাংলাদেশ
জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের পাতে ছিল নানা পদের খাবার। তার একটা ছবি তিনি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমেও। যেখানে ছবিতে দেখা যাচ্ছে বড় মাছের মাথা, চিংড়ি মাছ, আস্ত মুরগি, আস্ত ছোট-বড় নানা পদের মাছ, সবজির সঙ্গে ছিল মিষ্টি-দই কত কী!
লোভনীয় সব খাবারের ছবি দিয়ে লিটন তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘জামাইষষ্ঠী’। খাবার সামনে নিয়ে এলে এত কথাও হয় না। তাই ছোট্ট করেই যেন ক্যাপশন সারলেন তিনি!
জামাইষষ্ঠী সনাতন ধর্মাবলম্বীদের উৎসব। জামাইয়ের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করে শাশুড়ি মায়েরা এই ব্রত পালন করেন। জামাইদের এই উৎসবকে ঘিরে বাঙালি বাড়ির এই আচার-অনুষ্ঠান পালন হয়ে আসছে অনেক বছর ধরে। সকাল থেকে না খেয়ে নানা নিয়ম পালন করে এই ব্রত উদযাপন করেন শাশুড়ি মায়েরা।
এই দিন জামাইরাও মিষ্টি-ফল হাতে করে নিয়ে হাজির হন শ্বশুরবাড়িতে। তারপরের সময়টুকু শুধু জামাইদের কবজি ডুবিয়ে খাওয়ার দিন! ছবি দেখেই আন্দাজ করা যায় গতকাল অন্তত ডায়েট ভুলে লিটন দাসও প্রাণ খুলে ভোজন সেরে পালন করেছেন জামাইষষ্ঠী!