× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইপিএলের কিং কোহলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৩ ১৪:১৭ পিএম

আপডেট : ২০ মে ২০২৩ ১৪:২৭ পিএম

আইপিএলের কিং কোহলি

এমন শঙ্কার দিনে ত্রাতা কোহলিকেই তো চাই- আইপিএলের প্লে অফের আশা বাঁচাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জিততেই হতো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। দলের প্রয়োজনে বিরাট কোহলিও ছিলেন খোলসছাড়া, মিটিয়েছেন দলের প্রয়োজন। হায়দরাবাদের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে বাঁচিয়ে রেখেছেন শিরোপার আশাও।

আরও পড়ুন : টেস্টের পারিশ্রমিক বৃদ্ধিতে আইসিসির ভূমিকা চান পন্টিং

দিনটা যে কোহলির হতে যাচ্ছে তা আগেভাগেই নাকি টের পেয়েছিলেন শচীন টেন্ডুলকার। ভারতের ব্যাটিং গ্রেট আরসিবি অধিনায়ককে পরে ভাসালেন উচ্ছ্বসিত প্রশংসায়, বললেন কোহলি যেভাবে খেলেছে তাতে মনেই হয়নি সামনে লক্ষ্য দুইশ ছুঁইছুঁই। ভক্ত-সমর্থক হয়ে বিশেষজ্ঞরা সবাই মেতেছেন কোহলিবন্দনায়, কিং কোহলিও গড়েছেন একাধিক রেকর্ড

কোহলি মাঠে নামলে রেকর্ড তার পেছনে ছোটে- এমন কথা লিখে দিতে এখন যেন বিশেষজ্ঞ হতে হয় না। বৃহস্পতিবার হায়দরাবাদের বিপক্ষে ৬৩ বলে ১২ বাউন্ডারি ও ৪ ছক্কায় সেঞ্চুরি করেন কোহলি। গুনে গুনে চার বছর পর আইপিএলে আবারও মেতেছিলেন সেঞ্চুরির উদযাপনে। তাতেই গড়েছেন আসরের সর্বাধিক ছয়টি সেঞ্চুরির রেকর্ড, জায়গা ভাগাভাগি করেছেন দ্য ইউনিভার্স খ্যাত ক্রিস গেইলের সঙ্গে। সব ধরনের ক্রিকেটে কোহলির এটি সপ্তম সেঞ্চুরি, যা ভারতের কোনো ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আইপিএলে এখন পর্যন্ত ৬টি আসরে পাঁচশ বা তার বেশি রান পূর্ণ করেছেন কোহলি। যে রেকর্ড একমাত্র কোহলির। ব্যাট হাতে কোহলি রাজাই বটে

আইপিএলের শুরু থেকেই অর্থাৎ ২০০৮ সাল থেকেই বেঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। ২০১৬ সালে এসে পান সেঞ্চুরির দেখা। ওই আসরে স্রেফ একটি নয়, গুনে গুনে চারটি শতক হাঁকান সময়ের অন্যতম সেরা ব্যাটার। সেবার তার ব্যাটে আসে ৯৭৩ রান, যা আইপিএলে এক আসরে এখনও রেকর্ড সর্বোচ্চ। চলতি আসরেও দুর্দান্ত ছন্দে কোহলি। এখন পর্যন্ত ১৩ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে গড়েছেন ৫৩৮ রান। ব্যাট করেছেন ১৩৫.৮৬ স্ট্রাইক রেটে

হায়দরাবাদের বিপক্ষে প্লে অফে জায়গা করে নিতে জিততেই হতো আরসিবি-কে। গ্রুপ পর্বের বাকি ম্যাচটিতেও সমীকরণ এমন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন পর্যন্ত শিরোপার উদযাপনে মাততে ব্যর্থ হওয়া কোহলি ত্রাতা হয়ে বাঁচিয়ে রাখলেন আশা। কোহলি আর ফাফ ডু প্লেসির ঝড়ে ১৮৭ রানের লক্ষ্যে নেমে আরসিবি পেয়েছে ৮ উইকেটের জয়

কোহলি শিরোপা জিততে পারেন না, এমন একটি কথার অবসান ঘটানোর সুযোগও আছে সময়ের সেরা ব্যাটারের সামনে। মাঠে উচ্ছ্বসিত কোহলি সংবাদ সম্মেলনে এসে ছিলেন অনেক পরিণত, সমালোচকদের নিয়ে প্রশ্নে দিলেন কৌশলী জবাব, ‘এমনিতেই নিজেকে যথেষ্ট চাপের মুখে ফেলেছি, আমি অতীত নিয়ে মাথা ঘামাতে চাই না। দলের জয়ে অবদান রাখা ইনিংস খেলেও অনেক সময় নিজেকে প্রশংসায় ভাসাই না। বাইরে থেকে কে কী বলল, এটা নিয়ে কিছু বলার নেই। সমালোচনা করা তাদের কাজ।

বাইশ গজে ব্যাট হাতে নামলে যার ব্যাট কথা বলে সেই কোহলির এত সাফল্যের পেছনে রহস্য কী, আরসিবি অধিনায়ক শুনিয়েছেন নিজেকে দমিয়ে রাখার কথা- ‘কখনোই উচ্চাভিলাষী শট খেলি না। আমি টেকনিককে প্রাধান্য দিই।’ সেই টেকনিকে ভর করে কোহলি এখন আইপিএলের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডধারী, ক্রিকেটে কিংবদন্তি শচীনের শত সেঞ্চুরির রেকর্ড ভাঙার পথেও একমাত্র তিনি। ব্যাট হাতে কোহলি শাসনই করেন, যার রাজত্বের সিংহাসন ২২ গজ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা