× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনের চার বছর পর কোয়াবের নির্বাচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৩ ০০:২৩ এএম

আপডেট : ১৭ মে ২০২৩ ০০:৩২ এএম

 আন্দোলনের চার বছর পর কোয়াবের নির্বাচন

২০১৯ সালের অক্টোবরে ক্রিকেটারদের আন্দোলন নাড়া দিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। ক্রিকেটারদের দেওয়া ১১ দফা দাবির মধ্যে প্রথমটি ছিল ক্রিকেটারদের সংগঠন কোয়াবের নির্বাচন। ক্রিকেটারদের আন্দোলনের প্রায় চার বছর পর আগামী ২০ মে অনুষ্ঠিত হবে কোয়াবের প্রথম সাধারণ বার্ষিক সভা (এজিএম) ও কাউন্সিল। সেখানে নতুন কমিটি গঠন করা হবে। দীর্ঘ ১১ বছর ধরে পুরোনো কমিটির নেতৃত্বে চলছিল কোয়াব।

আরও পড়ুন : টিভিতে জিম্বাবুয়ে ‘এ’ দলের খেলা

সর্বশেষ ২০১২ সালে সবশেষ কোয়াবের কমিটি গঠন করা হয়। সেখানে সভাপতি হিসেবে দায়িত্ব পান নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদকের পদে দেবব্রত পাল। এবার প্রথম সাধারণ বার্ষিক সভায় নতুন কমিটি গঠন করা হবে। শুধু কমিটি গঠন নয়, কোয়াবের গঠনতন্ত্রেও আসতে পারে পরিবর্তন।

কোয়াবের নির্বাচন নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে দেবব্রত পাল বলেন, ‘আগামী ২০ মে কোয়াবের নির্বাচন হবে। দুই অধিবেশনে হওয়া অনুষ্ঠানে এজিএম ও কাউন্সিল হবে। সেখানেই নতুন কমিটি গঠন করা হবে। সদস্যরা চাইলে পরিবর্তন আসবে গঠনতন্ত্রেও।’

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় অনুষ্ঠিত হবে কোয়াবের প্রথম এজিএম ও কাউন্সিল। সেখানে কোয়াবের সব সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবব্রত পাল। তাদের ধারণা, প্রায় হাজারখানেক সদস্যের মধ্যে অন্তত ৬০০ জন উপস্থিত হবেন। উপস্থিতি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও জানান। এজন্য জাতীয় দল ও নামকরা ক্রিকেটাররা প্রচারণা চালাচ্ছেন জানিয়ে দেবব্রত বলেন, ‘ক্রিকেটাররা নিজেদের মতো করে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। আমরাও সব ক্রিকেটারকে আমন্ত্রণ জানিয়েছি। আশা করি যারা পারবেন সবাই এখানে অংশ নেবেন।’

নব্বই দশকের দিকে সাবেক অধিনায়ক ফারুক আহমেদের নেতৃত্বে ক্রিকেটার কল্যাণ সমিতি নামে যাত্রা শুরু হয় কোয়াবের। সংগঠনের গঠনতন্ত্র সুসংগঠিত না হওয়ায় এতদিন নিজেদের আলোচনার মাধ্যমে কমিটি গঠন করা হতো। সেটাও সবশেষ হয়েছে ২০১২ সালে। এবার প্রথমবারের মতো নির্বাচনের উদ্যোগ নিল কোয়াব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা