× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধোনির শেষের শুরুর বার্তা!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মে ২০২৩ ১৭:৪১ পিএম

আপডেট : ১৫ মে ২০২৩ ১৮:১১ পিএম

ধোনির শেষের শুরুর বার্তা!

‘অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ’—ছোটগল্প নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বলা সেই চরণের মতোই মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ার। কিছু না থেকে হয়েছেন সবকিছু। ভারতকে জিতিয়েছেন বিশ্বকাপ, হয়েছেন দেশটির সর্বকালের সেরা অধিনায়ক। কিন্তু তাকেও এবার থামতে হচ্ছে, ৪১ পেরিয়ে তার বয়সের ঘড়ি যে বিয়াল্লিশের পথে। অন্তত এই বয়সে এসে ক্রিকেট চালিয়ে নেওয়ার সাহস কিংবা ইচ্ছে কারও খুব একটা থাকে না। কিন্তু সবার চেয়ে আলাদা ধোনি চালিয়ে নিচ্ছেন।

ভারতের সাবেক অধিনায়ক শুধু চালিয়ে নিচ্ছেন না, বরং নিজেকে তরুণদের সঙ্গে সমান তালে লড়াইয়েও জারি রেখেছেন। স্ট্রাইকের বিচারে আইপিএলে চলতি আসরের সর্বোচ্চ সাতজন ব্যাটারের একজন তিনিও। তার দল চেন্নাই সুপার কিংসকেও রেখেছেন প্লে অফের দৌঁড়ে। কিন্তু সবকিছুর শেষ আছে, হয়তবা হতে হয়। ধোনিও হয়ত ক্রিকেট ক্যারিয়ারের শেষের শুরুটা করে ফেলেছেন! চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে নিয়ে অনেক আগে থেকেই চলছে একটা প্রশ্ন, ‘অবসর নিচ্ছেন কবে ধোনি?’

আরও পড়ুন: ‘মেসির চেয়েও দল গুরুত্বপূর্ণ’

সেই প্রশ্নের উত্তর বুঝি দিয়েছেন কলকাতার কাছে হেরে। ঘরের মাঠ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে রবিবার রাতে পুরো দল নিয়ে প্রদক্ষিণ করেছেন মাঠ, দর্শকদের উদ্দেশ্যে ছুঁড়েছেন জার্সি-গ্লাভস বা অন্য কিছু। এ যেন ধোনির শেষের আভাস। ধোনির কাছে ছুটে গিয়ে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারের অটোগ্রাফ নেওয়া যেন আরও পোক্ত করেছে ধারণা, ক্রিকেট ছাড়তে চলেছেন ধোনি।

সাধারণত গুরুত্বপূর্ণ কোনো জয় পেলে বা বড় উপলক্ষ হলে গ্যালারির সামনে ছুটে যান খেলোয়াড়রা। তবে কলকাতার কাছে হেরে যাওয়ার পরও পুরো চেন্নাই দলকে দেখা গেল দর্শকদের কাছে যেতে। ধোনি ঘরের মাঠের দর্শকদের উদ্দেশে নেড়েছেন হাত। যেন বিদায় নিচ্ছেন।

ম্যাচের পর ধোনি যেভাবে মাঠে ঘুরেছেন তাতে মনে হচ্ছিল এটাই যেন তার শেষ আইপিএল এবং তিনি অবসরের ঘোষণা দিতে পারেন। কিন্তু, চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন এখনই অবসর নিচ্ছেন না ধোনি, খেলবেন আইপিএলের আগামী মৌসুমও। বিশ্বনাথন বলেছেন, ‘আমরা বিশ্বাস করি মহেন্দ্র সিং ধোনি পরের বছরও আইপিএল খেলবেন। তাই আশা করছি ভক্তরা বরাবরের মতো আমাদের সমর্থন করবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা