× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এভারটনকে হারিয়ে শীর্ষে ৪ পয়েন্ট এগোল সিটি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৩ ২১:১৭ পিএম

এভারটনকে হারিয়ে শীর্ষে ৪ পয়েন্ট এগোল সিটি

এভারটনের বিপক্ষে প্রায় সব তারকাকে নামালেন পেপ গার্দিওলা। অবনমন অঞ্চলের আশেপাশে থাকা প্রতিপক্ষের বিপক্ষে দেননি একটুও ছাড়। সহজ প্রতিপক্ষের বিপক্ষে জয়ও এসেছে অনুমিত বড় ব্যবধানে। শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে সিটিজেনরাও বাড়িয়ে নিয়েছে ৪ পয়েন্টের ব্যবধান।

গুডিসন পার্কে গতকাল শীর্ষ পোক্ত করার লক্ষ্যে নেমেছিল ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনাকে বাদ দিয়ে সম্ভাব্য সব তারকাকেই মাঠে নামিয়েছেন গার্দিওলা। দাপট দেখানো ম্যাচে সিটি জিতেছে ৩-০ ব্যবধানে। জোড়া গোল পেয়েছেন ইলকে গুন্দোয়ান, অপর গোলটি এসেছে আর্লিং হালান্ডের হেডে।

বল দখল, গোলে শট কিংবা আক্রমণ-প্রতি আক্রমণের ম্যাচে সব বিভাগে দাপট দেখিয়েছে সিটি। ৬৩ শতাংশ বল দখলে রেখে সাতটি শটের চারটি লক্ষ্যে রেখেছিল সফরকারীরা। ৩৬ শতাংশ বল পায়ে থাকা এভারটন ছয় শটের তিনটি রেখেছিল গোলমুখে, কিন্তু জালের দেখা পায়নি।

আরও পড়ুুন: মেসির বাবা বললেন ভিন্ন কথা

আক্রমণের পসরা সাজানো ম্যাচে প্রথম গোলটি আসে ৩৭ মিনিটের মাথায়। রিয়াদ মাহারেজের পাস থেকে দুর্দান্ত এক শটে ডেডলক ভাঙেন গুন্দোয়ান। দ্বিতীয় গোলটি আসে তিন মিনিটের মাঝে, এবার গোলের সহায়তায় ছিলেন জার্মান মিডফিল্ড তারকা গুন্দোয়ান। দুর্দান্ত হেডে প্রিমিয়ার লিগে ৩৭তম গোলটি পেয়ে যান হালান্ড।

বিরতির পর সাত মিনিটের  মাথায় ৫৩ মিনিটে আবারও বল জালে জড়ান গুন্দোয়ান। এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল পেলেন জার্মান মিডফিল্ডার। শেষ পর্যন্ত ৩-০ ই থাকে লড়াইয়ের ব্যবধান।

দুর্দান্ত জয়ে লিগের দুই নম্বরে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে সিটি। বর্তমানে ৩৫ ম্যাচে ৮৫ পয়েন্ট গার্দিওলার শিষ্যদের। সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আর্সেনাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা