× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেবল জয়ের ছক কষছেন গার্দিওলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৭:২৮ পিএম

আপডেট : ১৪ মে ২০২৩ ১৭:৫৩ পিএম

ট্রেবল জয়ের ছক কষছেন গার্দিওলা

শিরোপা রেসে খানিকটা পিছিয়ে পড়লেও এখনও বেশ শক্তভাবেই লিগ রেসে আছে আর্সেনাল। এই অবস্থায় সামান্য ভুলেই শিরোপা হাতছাড়া হতে পারে ম্যানচেস্টার সিটির। সেই সামান্যতম ভুলও করতে নারাজ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা। সেই সঙ্গে তাকে ভাবতে হচ্ছে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা নিয়েও। যার মধ্যে ইতোমধ্যেই এফএ কাপের ফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছে।

আরও পড়ুন - গার্দিওলার কাছে প্রিমিয়ার লিগই বড়, চ্যাম্পিয়ন্স লিগ নয়

সেইসঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দ্বিতীয় লেগ জয়ের অপেক্ষায় তার দল। অবস্থা এমন যে ট্রেবল শিরোপা জিততে আর সাত ম্যাচ বাকি। তবে তার আগেই আটঘাট বেঁধে নামার পরিকল্পনা তার। সেইসঙ্গে তার প্রথম লক্ষ্যটা যে লিগ শিরোপা, সেটিও জানিয়েছেন তিনি। তাই ধরেই নিয়েছেন রেসে থাকা আর্সেনাল কোনো ভুল করবে না। এই অবস্থায় আজ রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামবে দুদল। যেখানে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ এভারটন। অন্যদিকে আর্সেনালের প্রতিপক্ষ ব্রাইটন।

ম্যানসিটির শক্তিমত্তার বিপরীতে এভারটনের অবস্থা বেশ নড়বড়ে হলেও কোনো ভুল করতে চান না সিটি বস। প্রতিপক্ষকে ঘায়েল করতে পূর্ণশক্তি নিয়েই মাঠে নামতে চান তারা। অন্যদিকে রাতে আরেক ম্যাচে আর্সেনাল মুখোমুখি হবে ব্রাইটনের। ৩৫ ম্যাচ শেষে ৮০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। তবে এ ম্যাচে হারলে শিরোপা একরকম জিতেই নেবে সিটি। তবে সেসব নিয়ে ভাবনা নেই গার্দিওলার। তিনি ধরেই নিয়েছেন সামনের তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্টই পাবে আর্সেনাল। কাজেই প্রতিপক্ষকে নিয়ে না ভেবে নিজের দলের খেলাতেই বেশি মনোযোগ দিয়েছেন তিনি।

এভারটনের বিপক্ষে মাঠে নামার আগে গার্দিওলা বলেন, ‘আমার মনে হয় আর্সেনাল তাদের বাকি তিন ম্যাচ জিতবে। আমি অবশ্যই চাইব তারা পয়েন্ট হারাক। তবে সত্যি বলতে, আমার মনে হয় তারা পুরো ৯ পয়েন্টই পাবে।’

এই ম্যাচে জিতলে লিগ শিরোপা জয়ের পথে আরেকটু এগিয়ে যাবে ম্যানসিটি। সেইসঙ্গে তাদের সামনে ট্রেবল জয়ে হাতছানিও। তবে বাস্তবতা হলো, এখনও তারা কিছু জেতেনি। লিগে তারা এগিয়ে আছে, পা রেখেছে এফএ কাপের ফাইনালে, চ্যাম্পিয়নস লিগে অপেক্ষায় আছে নিজেদের মাঠে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে। তিনটি ট্রফি যেমন তারা জিততে পারে, আবার ট্রফিশূন্য মৌসুমও যেতে পারে। আর এ পথে সিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফুটবলারদের ক্লান্তি। গত মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে কঠিন এক লড়াই করেছে তার দল। রবিবার প্রিমিয়ার লিগে ম্যাচ খেলে বুধবার আবার রিয়ালের সঙ্গে আরেকটি মহারণ। আর্সেনাল সেখানে বিশ্রাম পাচ্ছে পর্যাপ্ত। তাই বুঝেশুনেই পা ফেলতে চান সিটি বস। টানা খেলাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না তিনি।

ট্রেবল শিরোপা জয় নিয়ে গার্দিওলা বলেন, ‘ স্রেফ আর ৬টি ম্যাচের ব্যাপার। সবকিছুর লড়াইয়ে থাকার জন্য হয়তো ৭টি ম্যাচ। আমরা তো সবকিছু জেতার জন্যই খেলি। কাজেই টুর্নামেন্ট থেকে টুর্নামেন্টে পরিবর্তন করতে হবে এবং মানিয়ে নিতেই হবে। প্রিমিয়ার লিগে চারটি ম্যাচ বাকি আছে। এখানে ছুটে চলা এবং ভাগ্য নিজেদের হাতে রাখা জরুরি। ক্লান্তি আসা স্বাভাবিক। পাশাপাশি যদি তাড়না থাকে, মানসিকতা যদি সঠিক জায়গায় থাকে, মানুষের প্রাণশক্তি অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছতে পারে। সূচিকে তাই পাত্তা দেওয়ার কিছু নেই। সূচি নিয়ে লড়াই করেও লাভ নেই। এটা যেমন, তেমনই থাকবে। এখানে হতাশার কিছু নেই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা