× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যালন ডি’অর জয়ের পথে মেসির বাধা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মে ২০২৩ ২০:২০ পিএম

আপডেট : ১২ মে ২০২৩ ২০:৩৭ পিএম

ব্যালন ডি’অর জয়ের পথে মেসির বাধা

কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকেই এক বাক্যে মানতেন, মেসির অষ্টম ব্যালন ডি’অর জেতা কেবলই সময়ের ব্যাপার। তবে সেই প্রেক্ষাপটটা যে কিছুটা হলেও পাল্টেছে তা বলার অপেক্ষা রাখে না। এর পেছনে কারণ, চ্যাম্পিয়নস লিগের রেস থেকে মেসির দল পিএসজির বাদ পড়া। আর এই একই কারণেই মেসির রেকর্ড অষ্টম ব্যালন ডি’অর জয়ের পথে বাধা হতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র ও ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড। যদিও সে ফল জানতে অপেক্ষা করতে হবে চলতি বছরের অক্টোবর পর্যন্ত। তবে তার আগেই মেসিকে কিছুটা পিছিয়ে রাখছেন পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো।

আরও পড়ুন - বাবা হতে যাচ্ছেন ম্যাক্সওয়েল

লরিয়াস পুরস্কার অনুষ্ঠানে মেসিকে নিয়ে লুইস ফিগো বলেছেন, ‘আমি মেসিকে বাছাই করব না; কারণ, সে আর চ্যাম্পিয়নস লিগে নেই। আমি মনে করি, যারা ভোট দেয় তাদের ওপর এই প্রতিযোগিতার দারুণ প্রভাব আছে।’

এরপর চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পার্থক্য গড়ে দিতে পারে উল্লেখ করে ফিগো বলেছেন, ‘বাছাই করা সত্যিই অনেক কঠিন। এটা মৌসুমের বাকি সময়ের ওপর নির্ভর করছে। বিশেষ করে আমাদের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পর্যন্ত অপেক্ষা করতে হবে; যা অনেক পার্থক্য গড়ে দিতে পারে। তবে আমি হালান্ডকেই বেছে নেব। সে এখনও প্রতিযোগিতায় আছে এবং অসাধারণ মৌসুম কাটিয়েছে।’

উল্লেখ্য, ক্লাবের হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৭ ম্যাচে ২০ গোল করেছেন মেসি, সহায়তা করেছেন আরও ১৯ গোলে। তবে বিশ্বকাপ জেতাতে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। সেটি বিবেচনা নিলে মেসির ধারেকাছে নেই আর কেউ। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড গোল করেছেন ৪৭ ম্যাচে ৫১টি। প্রিমিয়ার লিগে করেছেন ৩২ ম্যাচে রেকর্ড ৩৫ গোল। অন্যদিকে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে ২৩ গোলের পাশাপাশি ২১টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা