× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোয়াইটওয়াশ এড়াল নিউজিল্যান্ড, পাকিস্তান হারাল র‍্যাঙ্কিংয়ের রাজত্ব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মে ২০২৩ ১০:১৪ এএম

আপডেট : ০৮ মে ২০২৩ ১২:১৬ পিএম

হোয়াইটওয়াশ এড়াল নিউজিল্যান্ড, পাকিস্তান হারাল র‍্যাঙ্কিংয়ের রাজত্ব

নিজেদের মাঠে টানা চার ওয়ানডে জিতে আকাশে উড়ছিল পাকিস্তান। অবশেষে বাবর আজমদের মাটিতে নামিয়ে আনল নিউজিল্যান্ড। সিরিজের শেষ ও পঞ্চম ওয়ানডে ৪৭ রানে জিতে হোয়াইটওয়াশ এড়াল কিউইরা। তবে স্বাগতিকরা সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে।

আরও পড়ুন : প্রিমিয়ার লিগে বিগ থ্রির জয়

চতুর্থ ওয়ানডে জিতে পাকিস্তান এক দিনের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গিয়েছিল অস্ট্রেলিয়া ও ভারতকে টপকে। শীর্ষস্থান ধরে রাখতে সিরিজের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু হেরে যাওয়ায় র‍্যাঙ্কিংয়ের রাজত্ব হারিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের হারে অস্ট্রেলিয়া (১১৩ রেটিং পয়েন্ট) ফের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে। দ্বিতীয় স্থান দখল করেছে ভারত (১১৩ রেটিং পয়েন্ট)। আর পাকিস্তান (১১২ রেটিং পয়েন্ট) নেমে গেছে ৩-এ।

করাচিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ও টম লাথামের ফিফটিতে ২৯৯ রানের স্কোর গড়ে নিউজিল্যান্ড।

উইল ইয়াংয়ের ৮৭ রানের দুরন্ত এক ইনিংসের সঙ্গে ৫৯ রান নিয়ে ফেরেন লাথাম। ৭ রানের জন্য ফিফটি মিস করেন মার্ক চাপম্যান।

অপরাজিত থাকলেও ৬ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন ইফতিখার আহমেদ (৯৪*)। সঙ্গে জয় মিস করে তার দল পাকিস্তান। তার সঙ্গে আগা খান ৫৭ ও ফখর জামান ৩৩ রান যোগ করেন দলীয় স্কোরে।

৪৬.১ ওভারে ২৫২ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। ৩৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন হেনরি শিপলি। সিরিজসেরা হন ফখর জামান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা