× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নীতিশের স্ত্রীকে হেনস্থা, গ্রেপ্তার ২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ২১:২৪ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ২২:১০ পিএম

নীতিশের স্ত্রীকে হেনস্থা, গ্রেপ্তার ২

দিল্লিতে নারীদের নিরাপত্তা ইস্যুতে খুব একটা ভালো না। সম্প্রতি তেমন এক বাজে অবস্থার মাঝ দিয়ে গিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতিশ রানার স্ত্রী সাচি মারওয়াহ। ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্টে সাচি দিয়েছেন ভয়ংকর ঘটনার বর্ণনা। পুলিশকেও জানিয়েছেন, কিন্তু তারা দিয়েছে দায়সারা বক্তব্য, ‘ঝামেলা হয়নি তাই বিষয়টি এড়িয়ে যান।’ পরে অবশ্য তারা দুই জনকে গ্রেপ্তার করেছে।

দিল্লি পুলিশের দায়িত্ব নিয়ে তাই ক্ষোভ উগরে ইনস্টাগ্রামে সাচি লেখেন, কাজ থেকে বাড়ি ফেরার পথে ২ যুবক বাইকে করে তার গাড়ি ধাওয়া করে। ঘটনাটি ঘটেছে দিল্লির কীর্তি নগরের। সাচি জানান, কিছুক্ষণ তার গাড়ি ধাওয়া করার পর ওই দুই যুবক কোনো কারণ ছাড়াই তার গাড়িতে ধাক্কাও দিয়েছেন। এ সময় তারা বাজে ভাবে গালিও দেন। 

আরও পড়ুন: আহমেদাবাদে মুখোমুখি দুই ভাই

সাচি যখন দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করার জন্য যোগাযোগ করেন, তাদের পক্ষ থেকে কোনো রকম সাহায্য পাননি। নীতিশের স্ত্রী ইনস্টাগ্রামে ক্ষোভ ঝাড়লেও ঘটনাটি নিয়ে এখনও কিছু বলেননি কলকাতার অধিনায়ক রানা।

দিল্লি পুলিশ বলেছিলেন, যেহেতু তিনি বাড়িতে নিরাপদে পৌঁছে গিয়েছেন তাই ব্যাপারটাকে আর এগিয়ে নিয়ে যাওয়ার দরকার নেই। পরের বার এ রকম ঘটনা ঘটলে সেই গাড়ির নম্বর লিখে রাখার পরামর্শও সাচিকে দিয়েছে পুলিশ। পুরো ঘটনায় ক্ষুব্ধ ছিলেন নীতিশের স্ত্রী।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার ঘনশ্যাম বনসাল জানিয়েছেন, সাচি ফেরার সময় ২ যুবক তার গাড়ি আটকান। শনিবার সেই অভিযোগের ভিত্তিতে কীর্তি নগর থানায় ভারতীয় দণ্ডবিধিতে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তের সময় ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে। ওই ২ যুবকের মধ্যে একজন চৈতন্য শিবম ও অপরজন  বিবেক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা