× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লক্ষ্ণৌকে উড়িয়ে প্লে-অফে গুজরাটের এক পা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ মে ২০২৩ ২০:৫০ পিএম

আপডেট : ০৭ মে ২০২৩ ২১:৩১ পিএম

লক্ষ্ণৌকে উড়িয়ে প্লে-অফে গুজরাটের এক পা

আমদাবাদে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস খড়কুটোর মতো উড়িয়ে চলতি আইপিএলের প্লে-অফে ওঠা কার্যত নিশ্চিত করে নিয়েছে গুজরাট টাইটানস। গুজরাট আগে থেকেই লিগ টেবিলের এক নম্বরে ছিল। লক্ষ্ণৌকে ৫৬ রানে হারিয়ে ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শেষ চারে জায়গা করে নেওয়া প্রায় পাকা করে ফেলেছেন হার্দিক পান্ডিয়ারা।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছোট ভাই হার্দিক পান্ডিয়ার গুজরাটের বিপক্ষে পেরে ওঠেননি ক্রুনাল পান্ডিয়া। ২২৮ রানের লক্ষ্যে লক্ষ্ণৌ তুলতে পেরেছে ১৭১ রান। ৫৬ রানের বড় ব্যবধানে জয়ে টেবিলের শীর্ষ আরও পোক্ত করেছে গুজরাট।

শনিবার আহমেদাবাদে ব্যাটিংয়ে নেমে তাণ্ডব চালান গুজরাটের দুই ওপেনার ঋদ্ধিমান সাহা ও শুভমন গিল দুজনেই পোড়েন শতক হাতছাড়া হওয়ার আক্ষেপে। তবে ২ উইকেট হারিয়ে দল পায় ২২৭ রানের বড় সংগ্রহ।

আরও পড়ুন: রদ্রিগোর জোড়া গোলে কোপা দেল রের শিরোপা রিয়ালের

উদ্বোধনী জুটিতে ১৪২ রান আনেন ঋদ্ধি ও গিল। ৪৩ বলে ১০ চার ও চার ছক্কায় ৮১ রান করেন ঋদ্ধি। গিল অপরাজিত থাকেন ৫১ বলে ৯৪ রানে। ১৫ বলে ২৫ রান করেন হার্দিক পান্ডিয়া। দুই ভাইয়ের দ্বৈরত্বের ম্যাচে মোহসিন খানের বলে হার্দিকের ক্যাচ নেন বড় ভাই ক্রুনাল।

আরও পড়ুন: আহমেদাবাদে মুখোমুখি দুই ভাই

২২৮ রানের লক্ষ্যে ভালো শুরু পায় লক্ষ্ণৌও। ওপেনিংয়েং নামা কাইল মায়ার্স ৩২ বলে করেন ৪৮ রান। ৪১ বলে ৭০ রান করেন আসরের প্রথম ম্যাচ খেলা কুইন্টন ডি কক। ওপেনিং জুটি ভাঙার পর বালির বাঁধের মতো ভেঙে পড়ে লক্ষ্ণৌয়ের ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে তারা তুলতে পারে ১৭১ রান। লক্ষ্ণৌ ব্যাটারদের আটকে রাখার কাজটা বল হাতে দারুণ ভাবে করেছেন গুজরাটের পেসার মোহিত শর্মা। ৪ ওভারে ২৯ রান খরচায় তিনি ফিরিয়েছেন ৪ ব্যাটারকে।

আসরে ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করেছে গুজরাট। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ২ নম্বরে চেন্নাই এবং ৩ নম্বরে লক্ষ্ণৌ। ক্রুনাল পান্ডিয়াদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এক ম্যাচ কম খেলা রাজস্থান রয়্যালস, আরসিবি, মুম্বাই ও পাঞ্জাব কিংস। প্রতিটি দলই খেলেছে ১০টি করে ম্যাচ, পয়েন্টও সবার ১০।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা