× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণদের নিয়ে কাজ করবেন সিডন্স

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৩ ০৯:২৯ এএম

তরুণদের নিয়ে কাজ করবেন সিডন্স

এক ফেসবুক স্ট্যাটাসে জেমি সিডন্স নিজেই জানান জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন। এখন কাজ করবেন বাংলাদেশ টাইগার্স ও ‘এ’ দলের সঙ্গে। নিজ ইচ্ছায় তরুণদের সঙ্গে কাজ করবেন সিডন্স। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, বিসিবির চুক্তি অনুযায়ী যেকোনো জায়গায় কাজ করবেন সিডন্স। তরুণদের সঙ্গে কাজ করতে নিজেই আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান সুজন। বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘জেমিও তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। তারই সঙ্গে কথাবার্তা ও সবকিছু থেকে মূলত সিদ্ধান্ত হয়েছে।’ 

সিডন্সের জায়গায় নতুন কোনো ব্যাটিং পরামর্শক নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি, ‘ইতোমধ্যেই আমাদের হাথুরুসিংহের কোচিং লাইনে নতুন দুয়েকজন এসেছেন। পরবর্তীতে আর কোনো চাহিদা থাকে তাহলে আমরা দেখব।’ সিডন্সের জাতীয় দল ভবিষ্যত নিয়ে সুজন বলেন, ‘যখন দরকার হবে, তখন দেখা যাবে।’ পাশাপাশি প্রধান কোচের চাহিদার ওপরও নির্ভর করছে তার ফেরা, ‘আমাদের হেড কোচ বা কোচিং প্যানেলে যারা আছেন, তারা কী চাচ্ছেন, তাদের চাহিদা অনুযায়ী পরিবর্তন আসে। তাদের দিক থেকে যদি কোনো চাহিদা থাকে তাহলে দেখা যাবে।’

আরও পড়ুন:

গত বছরের শুরুতে বিসিবিতে ব্যাটিং পরামর্শকের দায়িত্ব পান জেমি সিডন্স। সেই সময় বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, সব পর্যায়েই কাজ করবেন সিডন্স। জাতীয় দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স দায়িত্ব ছাড়লে প্রাথমিকভাবে সেখানে কাজ শুরু করেন সিডন্স। নতুন ব্যাটিং পরামর্শক না পেলেও তরুণদের সঙ্গে কাজ শুরু করবেন এই অজি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা