× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেছাল নাপোলির শিরোপা-উৎসব

ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে যেতে মানা নাপোলির সমর্থকদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩ ১৪:২৯ পিএম

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩ ১৪:৩৩ পিএম

 ভিসুভিয়াস আগ্নেয়গিরিতে যেতে মানা নাপোলির সমর্থকদের

কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি- সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো আক্ষেপের সুর ঘুরে ফিরত নাপোলি সমর্থকদের মুখে মুখে। ৩৩ বছরের দীর্ঘ অপেক্ষার আক্ষেপে মজাও করেছেন কেউ কেউ, ‘কখনও যদি সিরি আ জিততে পারে নাপোলি, তাহলে উৎসব হবে মাউন্ট ভিসুভিয়াসে।’

আরও পড়ুন : সবুজ সৌদির প্রশংসায় মেসি

ইতালির নেপলস উপসাগরীয় অঞ্চলের আগ্নেয়গিরিতে গিয়ে উদযাপনের উপলক্ষও এখন বলতে গেলে পাকা। কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার পর আবারও এসেছে স্কুদেত্তো জেতার সুযোগ। এমন সময়ে নড়েচড়ে বসেছে ভিসুভিয়াস পার্ক কর্তৃপক্ষ। পাগলাটে সমর্থকরা শিরোপাখরা ঘোচার আনন্দে যাতে আগ্নেয়গিরিতে উঠে এসে উৎসব না করে সেদিকেও রাখছে কড়া নজর।

অন্যদিকে জননিরাপত্তা ইস্যুতে এক দিনের জন্য পিছিয়ে গেছে ম্যাচ। সালেরনিতানার বিপক্ষে ম্যাচের সূচিতেও এসেছে বদল। মূলত নেপলসে কমিক বইয়ের বড় সম্মেলন আছে। নাপোলির শিরোপা-উৎসব নিশ্চিত হলে জনসমুদ্রে পরিণত হতে পারে শহরটি।

সিরি আ কর্তৃপক্ষের বরাতে এএফপি জানিয়েছে, নেপলস শহরের কর্তৃপক্ষের ধারণা, নাপোলি চ্যাম্পিয়ন হওয়ার পর শহরটিতে জনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে। তাই ম্যাচের সূচি এক দিন পেছানোর অনুরোধ করেছে তারা। সেটি মেনেও নিয়েছে ইতালির শীর্ষ লিগ। আজ সন্ধ্যা ৭টায় ডিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে বসবে এক দিন পেছানো খেলা, হতে পারে শিরোপার উৎসবও।

মৌসুমের শেষদিকে লিগের সমাধান অনেকটা এমন হয়েছে, নাপোলির হাতে বহু আরাধ্য শিরোপা। বর্তমানে লিগের শীর্ষে আছে নাপোলি, ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট তাদের। দুইয়ে থাকা ল্যাজিওর সমান ম্যাচে ৬১ পয়েন্ট। দুদলের বাকি ৬টি করে ম্যাচ। এ অবস্থা থেকেও পুরোপুরি নিশ্চিত নয় নাপোলির লিগ জয়ের উৎসব, গাণিতিক হিসাব যে এখনও মেলানো বাকি!

নাপোলি যদি নিজেদের সব ম্যাচে হেরে বসে, আর ল্যাজিও জেতে নিজেদের সব ম্যাচে; তবেই কেবল শিরোপাটা খোয়াতে পারেন লুসিয়ানো স্পাল্লেত্তির শিষ্যরা। সে অনিশ্চয়তা আসছে সপ্তাহান্তে ঘুচে যেতে পারে, যদি সালেরনিতানার বিপক্ষে প্রত্যাশিত জয়টা তুলে নিতে পারে, আর ওদিকে ল্যাজিও হেরে বসে ইন্টার মিলানের কাছে। চার দলের সাম্প্রতিক ফর্ম বলছে, তা না হওয়াটাই বরং বেশি অসম্ভব।

তবে শিরোপা উৎসব আপাতত এক দিনের জন্য পিছিয়ে গেছে। সালেরনিতানার বিপক্ষে জিতলে ৩৩ বছর পর ইতালির শীর্ষ লিগের শিরোপা উঠবে নাপোলির ঘরে, ঘুচে যাবে তিন দশকের বেশি সময় ধরে চলা শিরোপাখরা। অপেক্ষা শুধু আনুষ্ঠানিকতার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা