× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদের পর মাঠে ফিরবেন তাসকিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ২৩:০৬ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ২৩:০৯ পিএম

ঈদের পর মাঠে ফিরবেন তাসকিন

পেসার তাসকিন আহমেদের জন্য চোট পুরোনো শত্রু। বারবারই চোটের কারণে বাইরে যাওয়া তাসকিন এখনও আছেন মাঠের বাইরে। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট শুরুর আগে সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যান তিনি। ওই চোট কাটিয়ে কবে নাগাদ মাঠে ফিরবেন সেটাও অবশ্য নিশ্চিত নয়। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, ঈদের এক সপ্তাহ পর ফিট হওয়া সাপেক্ষে মাঠে ফিরতে পারেন তিনি।

আরও পড়ুন : সেমি-ফাইনালে মোহামেডানের 'শত্রু' বসুন্ধরা

গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ। সেখানেই জানান তাসকিনের সাইড স্ট্রেইনের ইনজুরি গ্রেড ওয়ানের। সেখান থেকে সুস্থ হতে চার সপ্তাহের মতো সময় লাগবে। তিনি বলেন, ‘তাসকিনের গ্রেড ওয়ান চোট। সাধারণত এ ধরনের সাইড স্ট্রেইন নিয়ে তিন সপ্তাহ বিশ্রামের পর আমরা আসলে মন্তব্য করতে পারি। এমনকি খুব অল্প মাত্রার সাইড স্ট্রেইন হলেও দেখা যায় যে তিন-চার সপ্তাহ সময় লেগে যায়। মূলত ওর (তাসকিন) স্ট্রেইন গ্রেড ওয়ান।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সেই সম্ভাব্য সময়ও জানিয়েছেন দেবাশীষ, ‘ঈদের পর তিন সপ্তাহে সম্পন্ন হবে তাসকিনের। এরপর আরও সপ্তাহখানেক সময় লাগবে পুরোপুরি ফিটনেস ফিরে পেতে। আমরা এই মন্তব্য করতে পারব তিন সপ্তাহ পর, ওর কেমন উন্নতি হচ্ছে সেটার ওপর নির্ভর করে।’

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আঙুলের চোটে পড়েছিলেন ব্যাটার জাকির হাসান। তিনিও ঈদের পর ফিট হয়ে মাঠে ফিরতে পারবেন, এমনটাই মনে করেন দেবাশীষ। তিনি বলেন, ‘জাকিরের পুনর্বাসন জাতীয় দলের ফিজিওর অধীনে চলছে। ওর উন্নতি সন্তোষজনক। আশা করছি ঈদের পর ফিট পাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা